শিরোনাম
◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল ◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০২:১৭ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছরের ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখে বেড়াতে গেলেন বাবা-মা

ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন এক দম্পতি। সঙ্গে এক ছেলে সন্তান। বিমানবন্দরে চেকিংয়ের সময় দেখলেন বড় ভুল হয়ে গেছে। ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে।

এরপর দম্পতি এক আজব সিদ্ধান্ত নিলেন। ১০ বছরের পুত্রকে বিমানবন্দরে ফেলেই বিমানে উঠে পড়লেন। এদিকে বাবা-মাকে না পেয়ে কাঁদতে শুরু করেছে নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনে।

 দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন মতে, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন ওই দম্পতি। সঙ্গে ছিল তাদের নাবালক পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী-স্ত্রী দেখেন, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ।
 
এদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে। তাই ছেলেকে টার্মিনালে রেখেই বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকেছিলেন। কিন্তু দম্পতি জানান, ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন। এক আত্মীয় আসছেন। ছেলেকে তিনিই নিয়ে যাবেন।
 
 সময় পেরিয়ে যায়। কিন্তু কেউ আসেননি ছেলেটিকে নিতে। এক পর্যায়ে ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, বাবা-মা তাকে বিদেশে বেড়াতে নিয়ে যাবে বলে সঙ্গে এনেছিল। কিন্তু তাকে না নিয়েই বাবা-মা চলে গেছে।
 
ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজখবর নেন তারা, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন ওই দম্পতি।

প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর ওই স্বামী-স্ত্রীর খুঁজে পায় পুলিশ। ততক্ষণে তাদের বিমানটি আরেক বিমানবন্দরে অবতরণ করেছে। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাগপত্র আটকে দেয়া হয়।
 
আটক করা হয় ওই বাবা-মাকে। ফিরিয়ে আনা সেই বিমানবন্দরে যেখানে ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন তারা। তবে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে কি না, তো জানা যায়নি।
 
 এর আগে ২০১৮ সালে জার্মানিতে ঠিক একই রকমের একটি ঘটনা ঘটেছিল। বিমানে ওঠার আগে পাঁচ বছরের কন্যার কথা ভুলেই গিয়েছিলেন এক দম্পতি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়