শিরোনাম
◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ ◈ বি‌শ্বের সাত শীর্ষ ফ্রাঞ্চাই‌জি টুর্না‌মে‌ন্টের তা‌লিকায় নেই  বিপিএল ◈ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকরা, গ্যালারিতে টিফো উন্মোচন ◈ জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনার পতনকে 'ষড়যন্ত্র' হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগােচ্ছে আওয়ামী লীগ ◈ অস্ট্রেলিয়ায় শিরোপা জিততে চান সোহানরা, রা‌তে রওনা হ‌লো বাংলা‌দেশ দল ◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০২:৪৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে ২০ প্রেমিকের কাছ থেকে আইফোন নিয়ে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট! তরুণীর বুদ্ধিদীপ্ত প্রতারণা নিয়ে তোলপাড়

দুই-চার-পাঁচজন নয়, একসঙ্গে ২০ জন প্রেমিককে নিজের প্রেমের ফাঁদে আটকেছেন এক তরুণী। প্রেমের অভিনয় করে তাদের সবার কাছ থেকেই আদায় করেছেন দামী আইফোন।    

চীনে ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছে ঘটনাটি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, একসঙ্গে ২০ জন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন চীনের শেনজেন শহরের ওই তরুণী। প্রত্যেক প্রেমিকের কাছ থেকে একটি করে আইফোন উপহার নিয়েছিলেন তিনি।

পরে একটি পুনর্বিক্রয় সংস্থার কাছে ওই আইফোনগুলো বিক্রি করে দেন তরুণী। আর এ মাধ্যমে প্রাপ্ত বিশাল অঙ্কের টাকা অন্য কোথাও খরচ না করে বাড়ি কেনার ‘ডাউন পেমেন্ট’ হিসেবে ব্যবহার করেন তিনি।

চীনের শেনজেন শহরে এক সংস্থায় স্বল্প বেতনের বিনিময়ে জুনিয়র ক্লার্ক হিসেবে চাকরি করতেন অজ্ঞাতপরিচয় ওই নারী।

প্রাথমিকভাবে বিষয়টি তরুণীর কোনো প্রেমিকই বুঝতে পারেননি। তবে, কয়েক মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্ল্যাট কেনার খবর প্রকাশ করে সবাইকে চমকে দেন তিনি। কীভাবে হঠাৎ এত টাকা তার কাছে এলো, জল্পনা-কল্পনা শুরু হয় তা নিয়ে।

পরবর্তীতে তরুণীর সহকর্মীরা জানতে পারেন, মাত্র ৬ মাসে একইসঙ্গে ২০ জন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন তিনি। তাদের থেকে উপহার হিসেবে পাওয়া সব আইফোন বিক্রি করেই ফ্ল্যাটের টাকা জোগাড় করেছিলেন তিনি।

উপহার পাওয়া ফোনগুলো ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করেছিলেন ওই তরুণী। জানা যায়, বৈদ্যুতিক সামগ্রী বিক্রির একটি অনলাইন প্ল্যাটফরমে কর্মরত এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে তরুণীর যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেন। আর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় হৈচৈ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তরুণীর বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করছেন। আবার এই ঘটনাকে প্রতারণা ও অনৈতিকতার উদাহরণ বলে তীব্র সমালোচনাও করছেন অনেকে। যদিও তরুণীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইসঙ্গে এই প্রতারণার জেরে ওই নারীর কোনো সাজাপ্রাপ্তির খবরও পাওয়া যায়নি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়