শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ০২:১৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের! (ভিডিও)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয়স্থল হিসেবে সাইপ্রাসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিলেন। এমনকি শোনা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও অতীতের কোনো সময়ে সাইপ্রাসে পালিয়েছিলেন। এসব কারণে সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরে উষ্ণ থেকে আসছে।

ইতিহাস জুড়ে জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে ফিলিস্তিনের সংকট সৃষ্টি করেছে জায়নবাদীরা। সেই দীর্ঘস্থায়ী সংকটের মধ্যেই এবার ইউরোপের ছোট একটি দেশ সাইপ্রাসে বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি কিনছে ইসরায়েলিরা। এই পরিস্থিতি নিয়ে সাইপ্রাসের রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে সাইপ্রাসের রিয়েল এস্টেট বাজারে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি বলছে, ছোট এই দ্বীপ দেশটি মধ্যপ্রাচ্যের অস্থির এলাকার মাঝে অবস্থিত হওয়ায় এর ভূখণ্ড রক্ষায় বিশেষ সতর্কতা জরুরি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে অন্য ইউরোপীয় নাগরিকরা সহজেই জমি কেনার সুযোগ পেলেও, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা নাগরিকদের জন্য বিধিনিষেধ রয়েছে। তবুও ইসরায়েলিদের জমি ক্রয়ের ব্যাপকতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টির নেতা স্টেফানো সাইবিসি রেডিওকে জানান, লিমাসোল ও লারনাকা অঞ্চলে ইসরায়েলিরা বিশেষভাবে গেটেড কমিউনিটি গড়ে তুলছে, যেখানে শুধু তারা প্রবেশ করতে পারে। সেখানে জায়নবাদী স্কুল ও সিনাগগ (ইহুদি ধর্মের উপাসনার স্থান) নির্মাণের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে অবগত থাকলেও কর্তৃপক্ষ এই বিষয়গুলোকে নজরন্দাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

আকেল পার্টি এই ইস্যুতে নতুন আইন প্রস্তাব করেছে, যা ‘গোল্ডেন ভিসা’ প্রদান প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনবে। এই ভিসাটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের দেওয়া হয়, যাদের সাইপ্রাসে অন্তত ৩০০ হাজার ইউরো মূল্যমানের সম্পত্তি বা কোম্পানির শেয়ার কিনতে হয়। পাশাপাশি অন্য যেসব পন্থায় তৃতীয় দেশের নাগরিকরা জমি কিনতে পারেন সেগুলোও কড়া পর্যবেক্ষণে আনার দাবি দলটির।

সাইপ্রাসের সরকারি তথ্য মতে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত লারনাকায় ইসরায়েলি নাগরিকরা ১৪০৬টি স্থাবর সম্পত্তি কিনেছেন, যার মধ্যে ৪৮১টির মালিকানা দলিল রয়েছে। লিমাসোলেও তাদের ক্রয়ের সংখ্যা ১১৫৪টি, মালিকানা দলিল ৫১১টি।

আকেল পার্টির নেতারা সতর্ক করেছেন, যদি দ্রুত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে সাইপ্রাসের নিজস্ব ভূমি ধীরে ধীরে বিদেশি বিশেষত ইসরায়েলি নাগরিকদের দ্বারা দখল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়