শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সোশ্যাল মিডিয়ায় স্ট্যাচু অফ লিবার্টির ‘বোরখা’ ছবি ভাইরাল', জোহরান মামদানিকে ঘিরে ট্রাম্পপন্থীদের বর্ণবাদী প্রচার!

এল আর বাদল : ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন। ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন' (MAGA) আন্দোলনের সমর্থকরা ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভের পর স্ট্যাচু অফ লিবার্টির বোরখা পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 
 
স্ট্যাচু অফ লিবার্টির এই বোরখা ছবিটি কী?----

মামদানির জয়ের পরপরই, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন' সমর্থকরা স্ট্যাচু অফ লিবার্টির একটি ছবি শেয়ার করতে শুরু করে। এই ছবিগুলি জোহরান মামদানির ধর্মীয় পটভূমির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। মামদানি হলেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হতে পারেন। আমেরিকার অতি-ডানপন্থী রাজনীতিবিদ মার্জোরি টেলর গ্রিন-ও সোশ্যাল মিডিয়ায় বোরখা পরিহিত স্ট্যাটু অফ লিবার্টির থবি শেয়ার করেছেন।

কেন মামদানিকে আক্রমণ? -----

ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন' প্রচারের আরেক সমর্থক ডন কিথ বোরখা পরা স্ট্যাচু অফ লিবার্টির ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন নিউ ইয়র্ক।’ পাশাপাশি, কুর্তা এবং পায়জামা পরা মামদানির একটি ছবিও শেয়ার করা হচ্ছে। ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার আক্রমণের প্রেক্ষাপটে মামদানিকে এই ধরণের আক্রমণ করা হচ্ছে।

জোহরান মামদানী কে?

নিউইয়র্ক সিটি মেয়র পদের ডেমোক্র্যাট প্রাইমারিতে ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন ৩৩ বছর বয়সি জোহারান মামদানি। তিনি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট। এই মুহূর্তের ফলাফলের ওপর ভিত্তি করে বলাই যায়, তাঁর মেয়র হওয়া শুধু সময়ের অপেক্ষা।

প্রাইমারি জয়ের পর থেকে, মামদানীকে অনেক নামে সম্বোধন করা হচ্ছে। তাঁকে হামাস জহ্গিদের সমর্থক, জিহাদি সন্ত্রাসবাদী বলা হচ্ছে। শুধু তাই নয়, লোকেরা তাঁর নির্বাসনের দাবিও করছে এবং আগামী দিনে আরও ৯/১১-এর ভবিষ্যদ্বাণীর হওয়ার শঙ্কায় ভুগছেন। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলওম্যান ভিকি পালাডিনো একটি রেডিও-শোতে মামদানিকে জিহাদি সন্ত্রাসবাদী এবং কমিউনিস্ট বলে অভিহিত করেছেন এবং মার্কিন নাগরিকত্ব থাকা সত্ত্বেও মামদানীকে দেশ থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সিনিয়র সদস্যরাও বর্ণবাদী বক্তব্য পেস করছেন। --- নিউজ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়