শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ ‘র’ এজেন্ট আটক: বড় ধরনের নাশকতা ভেস্তে গেল, ভারতের প্রতিক্রিয়া

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অভিযান চালিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং' (র)-এর সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করার দাবি করেছে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। পাকিস্তান কর্তৃপক্ষের অভিযোগ, আটককৃতরা একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল, যা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

ভিডিও প্রতিবেদনে দেখানো হয়, পাকিস্তানের সিটিডি 'অপারেশন ইয়ালঘর' নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) শেহজাদা সুলতান জানান, আটককৃতরা সরাসরি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করছিল। এদের মধ্যে আসলাম এবং আকবর আলী নামে দুই সন্ত্রাসীকে বাহাওয়ালপুর থেকে আটক করা হয়।
পাকিস্তানের অভিযোগ:

সংবাদ সম্মেলনে সিটিডি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), সেফটি ফিউজ এবং কিছু গোপন স্থানের মানচিত্র উদ্ধার করা হয়েছে। তাদের দাবি, বাহাওয়ালপুরের একটি মসজিদ এবং রেলওয়ে স্টেশনে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল এই সন্ত্রাসীদের।

সিটিডি আরও দাবি করেছে, তারা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা এবং আটক সন্ত্রাসীদের মধ্যে কথোপকথনের অডিও রেকর্ড উদ্ধার করেছে। সেই রেকর্ডে নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা (Targeted Killing) এবং হামলা নিয়ে আলোচনার প্রমাণ রয়েছে বলে জানানো হয়।

এআইজি সুলতান বলেন, "ভারত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এই ধরনের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করতে সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না।"

ভারতের পাল্টা বিবৃতি:
পাকিস্তানের এই অভিযোগের প্রেক্ষিতে ভারত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে এই দাবিকে "সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত" বলে আখ্যা দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতীতেও এমন অভিযোগের জবাবে বলা হয়েছে, পাকিস্তান প্রায়শই নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা এবং সীমান্ত সন্ত্রাসে মদদ দেওয়ার মতো গুরুতর বিষয় থেকে বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এই ধরনের কাল্পনিক গল্প তৈরি করে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই ধরনের অপপ্রচার দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। পাকিস্তান নিজেদের মাটিতে বেড়ে ওঠা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়ে সেই দায় ভারতের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও নয়াদিল্লি পাল্টা অভিযোগ করেছে।

বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে এই ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগ নতুন কিছু নয়। দুই দেশের উত্তেপ্ত সম্পর্কের মাঝে প্রায়ই এমন ঘটনা ঘটে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়