শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র

ইরানের পাল্টা হামলা মোকাবিলায় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে আসার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেগুলো মাঝপথেই ভূপাতিত করেছে।

রয়টার্স ও এপি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র এই হামলা প্রতিহত করতে মূলত স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। যদিও অতীতের মতো এবার এখনো যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। তবে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার এবং এয়ারফোর্সের প্রস্তুত ইউনিট ইসরায়েল উপকূলে মোতায়েন রয়েছে, যা প্রয়োজনে প্রতিরক্ষা দিতে প্রস্তুত।

এদিকে, ইসরায়েলের এই হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্রের নীরব সম্মতি ছিল বলেই ইঙ্গিত দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছি। চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ চুক্তি হোক।’

তিনি আরও বলেন, ‘তারা এখনো চাইলে আলোচনার টেবিলে আসতে পারে। দেরি হয়নি এখনো।’

তবে তিনি এটাও জানান যে, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা চলার সময়ও তিনি ইসরায়েলকে হামলা থেকে বিরত রাখার পরামর্শ দিয়েছিলেন। এরপরও যখন হামলা হলো, তখন তা ‘খুবই সফল’ ও ৎ‘দরকারি পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন তিনি।

এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে ইঙ্গিত দিচ্ছে আলোচনার দরজা খোলা আছে। তবে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, এই দ্বৈত কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা ডেকে আনবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়