শিরোনাম
◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান!

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৩:১৭ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি

আগামী মাসে হতে যাওয়া পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছে গেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন এসে পৌঁছেছেন। যারমধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন ২ হাজার ৮২২ জন।

গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মুসল্লি। যারমধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় ১ হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

হজের জন্য মুসল্লিরা যেন দ্রুত আসতে ও যেতে পারেন সেজন্য ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ নামে একটি পোগ্রাম চালাচ্ছে সৌদি। এই পোগ্রামের আওতায় রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক এবং আইভরি কোস্ট।

এটির মাধ্যমে এসব দেশের মানুষ তাদের নিজ দেশে থাকা অবস্থায় হজের যাওয়ার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারছেন। যারমধ্যে রয়েছে— বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং, লাগেজ ট্যাগিংসহ আরও অন্যান্য সেবা দেওয়া হয়।

সৌদিতে যাওয়ার পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা ও মদিনায় তাদের নির্দিষ্ট থাকার স্থানে নিয়ে যাওয়া হয়। অপরদিকে তাদের লাগেজ সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এতে করে লাগেজ টানার জন্য আলাদা ভোগান্তি পোহাতে হয় না। সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়