শিরোনাম
◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা ◈ 'মৌসুম যেমনই হোক, বন্ধুত্ব থাকবে', ভারত-মালদ্বীপ সম্পর্কের ‘বরফ গলছে! (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত; আমাদের কোন নিরাপত্তা নেই: লিবারম্যান

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে গতকাল তারা দখলদার ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে বলেন, "দখলদার ইসরাইলের অধিকৃত হাইফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে।" পার্সটুডে এসব তথ্য প্রকাশ করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ক্ষেপণাস্ত্র অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন।  তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রবেশ করতে বাধ্য হয়।

ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন শোনা গেছে।

এদিকে, ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান যুদ্ধাপরাধী  নেতানিয়াহুর মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতিকে বিপর্যয়কর অবস্থায় পৌঁছে গেছে।

তিনি আরও বলেন, "যতক্ষণ এই মন্ত্রিসভা ক্ষমতায় থাকবে, ততক্ষণ কোনও নিরাপত্তা থাকবে না।"

লিবারম্যানের মতে, গত ২৪ ঘন্টায় ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লাখ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। এটি সংকটময় পরিস্থিতি মোকাবেলায় অদক্ষতার প্রমাণ।  

শুক্রবার সকালেই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছিলেন। এরপর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রও ছোড়া হয।

ইহুদিবাদী সূত্রগুলো বলছে, যুদ্ধবিরতির ভেস্তে যাওয়ার পর ১৮ মার্চ গাজায় পুনরায় হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী গত কয়েক মাস ধরে নিয়মিত ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে, একই সাথে ইহুদিবাদী সরকারের উপর নৌ অবরোধ আরোপ করে রেখেছে।

গাজার ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সেনাবাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে অবরোধ এবং আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়