শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদ আব্বাস ইসরাইলের সহযোগী

আতওয়ান:  মাহমুদ আব্বাস ইসরাইলের সহযোগী / 'দাইর ইয়াসিন' গণহত্যার সময় কি হামাসের কোনো উপস্থিতি ছিল?

আরব বিশ্বের একজন সুপরিচিত বিশ্লেষক আবদেল বারী আতওয়ান হামাস এবং গাজার প্রতিরোধকামীদের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের অশ্লীল ভাষার ব্যবহারের সমালোচনা করে তাকে ইহুদিবাদী ইসরাইলের সহযোগী এবং একজন বড় বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন।

আবদুল বারী আতওয়ান একটি প্রবন্ধে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস এবং প্রতিরোধকামীতাকে সাম্প্রতিক সময়ে যেভাবে আক্রমণ এবং তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন তা উল্লেখ করে বলেন, মাহমুদ আব্বাস হামাস এবং এর যোদ্ধাদের অপমান করেছেন, যারা দেড় বছরেরও বেশি সময় ধরে ধৈর্য্য ও রক্ত দিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে, গাজায় ইসরাইলের পরিকল্পনাকে পরাজিত করেছে এবং তাদের প্রতিরোধ এবং বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে আরব ও ইসলামি বিশ্বকে গর্বিত করেছে।'   আব্দুল বারী আতওয়ান তার নিবন্ধে উল্লেখ করেছেন,   নেতৃত্ব অশ্লীলতা বা দখলদার শত্রুর সঙ্গে সহযোগিতা  করার মাধ্যমে এবং তার গণহত্যার ন্যায্যতা প্রমাণের মাধ্যমে অর্জন করা যায় না বরং প্রতিরোধ এবং শহীদ হওয়ার মাধ্যমে তা অর্জন করা যায়।

আব্বাসের দেওয়া ফাঁকা প্রতিশ্রুতি এবং গাজায় শিশুদের হত্যাকাণ্ড দেখেও কোনও পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উল্লেখ করে আতওয়ান বলেন,  'সবচেয়ে খারাপ বিষয় হল আপনি হামাসকে দায়ী করছেন ইহুদিবাদী ইসরাইলি কসাইদের নয় যাদের হাত রক্তে রঞ্জিত। আপনি চান বন্দীদের বিনামূল্যে মুক্তি দেওয়া হোক যখন প্রতিরোধ এবং হামাস হাজার হাজার ফিলিস্তিনি বন্দীকে দখলদারদের কারাগার থেকে মুক্তি দিয়েছে।'

আতওয়ান আরো বলেন, 'আমরা আব্বাসকে বলবো যে গাজায় গণহত্যা চালানোর জন্য বন্দীদেরকে অজুহাত হিসেবে ব্যবহার করার প্রয়োজন নেই দখলদার ইসরাইলের। লেবাননে "দাইর ইয়াসিন" বা "সাব্রা এবং শাতিলা" গণহত্যা চালানোর সময় কি কোন বীরত্ব ছিল? সেই সময় ফাতাহ আন্দোলন উপস্থিত ছিল যার প্রধান ছিলেন  আপনি।'

রাই আল-ইয়ুম'র সম্পাদক আব্বাসকে আরও বলেন, 'এই গণহত্যাকারী খুনিরা অসলো চুক্তিতে আপনাদের অংশীদার। এটি ছিল সবচেয়ে বড় মানব বিশ্বাসঘাতকতা এবং এর স্থপতি আপনারাই ছিলেন।' ফিলিস্তিনের নামে আপনার নেতৃত্বে ৬০,০০০ বাহিনী ফিলিস্তিনিদের স্বার্থে নয় বরং দখলদার এবং বসতি স্থাপনকারীদের উদ্দেশ্য হাসিল করতে কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়