শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর সফরের মুখেই ট্রাম্পের শুল্ক-ঘোষণা

ট্রাম্প ঘোষণা করেছেন, সামনের সপ্তাহে পাল্টা শুল্ক সম্পর্কে তাঁর পরিকল্পনা প্রকাশ্যে আনবেন। সোম বা মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

অনুপ্রবেশ কিংবা সস্তায় ওষুধ কেনা, তাঁর দাবি, তাঁর দেশকেই নানা ভাবে লুটছে বিদেশি শক্তিগুলি। তাই বিদেশি পণ্যের উপরে ‘পাল্টা শুল্ক’ বসাতে চান ডোনাল্ড ট্রাম্প। কিছু দিন আগে ঘোষণা করেছিলেন, মেক্সিকো ও কানাডার পণ্যের উপরে ২৫% আমদানি শুল্ক চাপানো হবে। চিনের পণ্যে ১০% আমদানি শুল্ক। তবে কানাডা ও মেক্সিকোর সঙ্গে আলোচনার পরে স্থগিত রাখেন সিদ্ধান্ত। আজ ট্রাম্প ঘোষণা করেছেন, সামনের সপ্তাহে পাল্টা শুল্ক সম্পর্কে তাঁর পরিকল্পনা প্রকাশ্যে আনবেন। সোম বা মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন ডিসি সফরের ঠিক আগেই।

১২ ও ১৩ ফেব্রুয়ারি, দু’দিনের সফরে আমরিকা যাচ্ছেন মোদী। তার মুখে ট্রাম্পের এই ঘোষণা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন কূটনীতিকরা। ওভাল অফিসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘‘সামনের সপ্তাহে ঘোষণা করব— পাল্টা শুল্ক নিয়ে— যাতে অন্য দেশগুলোর মতো আমাদের সঙ্গেও সকলে সমান আচরণ করে। বেশিও না, কমও না।’’

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আমেরিকা সফরে গিয়েছেন। তাঁর সঙ্গে বৈঠকের মাঝে ট্রাম্প বলেন, ‘‘আমাদের এই পদক্ষেপ সকলের উপর প্রভাব ফেলবে।’’ শোনা যাচ্ছে, আমদানি করা অটোমোবাইলের উপর শুল্ক চাপানো হবে। এ নিয়ে অনেক দিনের পরিকল্পনা রয়েছে। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়