শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ মামলায় ‘নিঃশর্ত খালাস’ পেলেন ট্রাম্প

প.র্ন.স্টা.র স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিঃশর্ত মুক্তি’ দণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করলেন আদালত। 

মামলার বিচারক জুয়ান মেরচান আগেই বলেছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা রাখেন না এবং সম্ভবত তাকে শর্তহীন মুক্তি দেবেন। এর ফলে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও কোনো কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণ আরোপ করা হবে না। শুক্রবার (১০ জানুয়ারি) সেই রায় দিয়েছেন বিচারক।

নিউইয়র্কে এই দণ্ডের অর্থ হলো ট্রাম্প প..র্ন তারকাকে ঘুষ দেওয়ার যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, সেটি থাকবে। তবে তাকে কোনো ধরনের কারাদণ্ড বা জরিমানা করা হবে না। এ ছাড়া আদালতের দণ্ডাদেশের প্রতি তাকে সম্মান জানাতে হবে। 

ট্রাম্প ২০২৩ সালের মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন, যেখানে তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০হাজার ডলার প্রদান করার তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত হন।

২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই নারীর অভিযোগ ২০০৬ সালে তার সঙ্গে শা.রী.রি.ক স.ম্প.র্ক করেছিলেন ট্রাম্প। তবে আদালতে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি অন্যায়ের শিকার হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়