শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৯:২৩ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসুন ঘৃণাকে আশায় পরিণত করি: মোদিকে নওয়াজ শরীফ

সাজ্জাদুল ইসলাম: [২] ভারতে আবার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। রোববার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক দিন পর সোমবার মোদিকে অভিনন্দন জানিয়েছে অন্যান্য দেশের মতো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। সূত্র: এএফপি

[৩] এদিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক্সে (সাবেক টুইটার) মোদিকে অভিনন্দন জানিয়ে একথা লিখেছেন।
 
[৪] মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছোট একটি পোস্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তিনি লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’ 

[৫] রোববার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন মোদিসহ তাঁর সরকারের মন্ত্রিসভার সদস্যরা। ওই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, সেশেলসের শীর্ষ নেতারা। তবে ভারতের সঙ্গে বৈরি সম্পর্কে থাকা পাকিস্তান ও চীনের কোনো নেতা উপস্থিত ছিলেন না।

[৬] ২০১৪ সালে মোদি যখন প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নওয়াজ শরীফ। এক্সে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সাম্প্রতিক নির্বাচনে আপনার (মোদি) দলের সাফল্য থেকে এটা বোঝা যায় যে আপনার নেতৃত্বের ওপর মানুষের ভরসা রয়েছে। আসুন আমরা ঘৃণাকে আশায় পরিণত করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়