শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৭ মে, ২০২৪, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৪, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফাহ আর ইসরায়েলি সেনাবাহিনীর ‘রেড লাইন’ নয়: বিশ্লেষণ

সাজ্জাদুল ইসলাম: [২] ‘প্যালেস্টাইন ল্যাবরেটরি’ বইয়ের লেখক এন্টনি লোয়েনস্টেইন। ইসরায়েলি সামরিক প্রযুক্তিগত কমপ্লেক্স নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

[৩] তিনি আল-জাজিরাকে বলেছেন, ইসরায়েলের সেনারা এখন মিসর ও রাফাহর মধ্যকার সীমান্তের কাছে বোমাবর্ষণ করছে। এতে প্রমাণিত হচ্ছে যে, ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের সেনাদের যুদ্ধের জন্য ‘রেড লাইন’ বলতে কিছু নেই। 

[৪] ইসরায়েলি ট্যাংক বহর রাফাহতে প্রবেশ করেছে বলে জানা গেছে। লোয়েনস্টেইন বলেন, ‘গত মাসে প্রেসিডেন্ট বাইডেন ও ইইউএর অনেক দেশ এবং এমনকি আরব বিশ্বকেও বলতে শোনা গেছে যে, এ যুদ্ধের একটি রেড লাইন আছে, তাহল ইসরায়েল রাফাহতে হামলা চালাতে পারবে না। সে রেড লাইনের অস্তিত্ব এখন আর নেই।’

[৫] তিনি বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি যে, নেতানিয়াহুর তথাকথিত কৌশল এখন ইসরায়েলি জনগণের কাছে খুবই অজনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে। ৭ অক্টোবর তার ঘোষিত কোন লক্ষ্যই তিনি অর্জন করতে পারেননি।’

[৬] লোয়েনস্টেইন বলেন, হামাসের বিরুদ্ধে পুরোপুরি জয় লাভ, হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করার কোনটিই  নেতানিয়াহু অর্জন করতে পারেননি।  তাই তার জন্য জরুরী একটি ‘অনন্ত যুদ্ধ’।

[৭] রাফাহ কেবল ত্রাণের জন্য একটি ক্রসিংই নয়,  উপরন্তু তা জনগণের জন্য একটি আশ্রয় কেন্দ্রও। সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার একমাত্র উপায় হল সেখানে হামলা চালানো। সীমান্ত বন্ধ থাকলে সেখানে আটকাপড়া ১৫ লাখ ফিলিস্তিনির যাবার আর কোন পথ খোলা নেই।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়