সাজ্জাদুল ইসলাম: [২] গাম্বিয়ার রাজধানী বানজুলে শনিবার শুরু হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলন। সূত্র : মিডল ইস্ট মনিটর
[৩] সম্মেলন শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে ওআইসি জানায়, তাদের ৫৭ সদস্য দেশ এবং বাইরের অনেকে এতে অংশ নিচ্ছে।
[৪] গাজায় যখন ইসরায়েল পশ্চিমা সমর্থন নিয়ে ব্যাপক গণহত্যা চালাচ্ছে সে সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওআইসির বিবৃতিতে বলা হয়, মুসলিম উম্মাহ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা সংস্থার সনদের আলোকে সম্মিলিতভাবে সমাধান করতে নিজেদের মধ্যকার ঐক্য জোরদার করা হল এই সম্মেলনের লক্ষ্য।
[৫] ওআইসি আরও বলেছে, সম্মেলনের লক্ষ্য হচ্ছে আমাদের আভ্যন্তরীন অর্থনীতির সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুণরুজ্জীবন, সেইসঙ্গে বিশ্বে গাম্বিয়ার সম্পদ ও আফ্রিকান সংস্কৃতির অংশিদার হওয়ার সুযোগ গ্রহণ করা।
[৬] গাজায় চলমান ইসরায়েলি হামলাসহ বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে এ সম্মেলনে। গাজায় প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
[৭] সম্মেলনে তিন গুরুত্বপূর্ণ খসড়া দলিল পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদে পেশ ও আলোচনা করা হবে। সেগুলো হল ফিলিস্তিনি প্রস্তাব, বানজুল বিবৃতি এবং চূড়ান্ত খসড়া দলিল।
এসবি২