সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ১৯৫তম দিন বুধবার(১৭ মার্চ)। অবিরাম হামলায় অন্তত ৩৩ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৬ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
[৩] প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলের কয়েকদফা হামলায় বহু শিশুসহ অন্তত ২৮ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে নিহতের এ সংখ্যার কথা জানা গেছে।
[৪] গাজার তুফফাহ এলাকায় পুলিশের গাড়ির ওপর ইসরায়েলি হামলায় ৮ জন নিহত হয়েছেন। গাজার দেইর আল-বালাহর মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয়েছেন আরও ১৩ জন।
[৫] রাফাহ শহরের ইউবনা শরণার্থী শিবিরে বিমান হামলায় ৭ জন নিহত এবং বহু আহত হয়েছেন। সম্পাদনা: রাশিদ
এসআই/আর/আইএফ
আপনার মতামত লিখুন :