বিশ্বজিৎ দত্ত: [২] অ্যাপেলের কাছে ভারতের আয়কর বিভাগ (ইডি)আবেদন করেছিল,গ্রেপ্তারকৃত দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিলালের আইফোনের পাসওয়ার্ড দেয়ার জন্য।
[৩] অ্যাপেল ইডিকে জানিয়েছে, পাসওয়ার্ড শুধুমাত্র গ্রাহক জানে। তাদের পক্ষে এই পাসওয়ার্ড দেয়া সম্ভব নয়।
[৪] অন্যদিকে কেজরিলাল বলছেন তিনি পাসওয়ার্ড ভুলে গেছেন। নতুন করে পাসওয়ার্ড দিতেও তিনি রাজী নন।
[৫] আবগারিশুল্ক ফাঁকি ও আত্মসাতের মামলায় ভারতের আয়কর বিভাগ দিল্লীর মূখ্যমন্ত্রী কেজরিলালকে গ্রেপ্তার করেছে।
বিডি/এইচএ
আপনার মতামত লিখুন :