শিরোনাম
◈ উপজেলায় প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি হাফিজ মল্লিককে ইসিতে তলব  ◈ লুর ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ  ◈ মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট  ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৪, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৪, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি ভারতীয় কংগ্রেসের

ইমরুল শাহেদ: [২] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘নারী শক্তি’-কে পাশে পেতে মহিলাদের জন্য রান্নার গ্যাস, নলবাহিত পানীয় জলের প্রকল্প হাতে নিয়েছে । নরেন্দ্র মোদির সেই মহিলা ভোটব্যাঙ্কে ভাঙন ধরাতে কংগ্রেস একই সঙ্গে গরিব মহিলাদের জন্য বছরে ১ লাখ রুপি নগদ উপহার ও কেন্দ্রীয় সরকারের চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষণের ঘোষণা করল। সূত্র: আনন্দবাজার

[৩] কংগ্রেস নেতা রাহুল গান্ধী ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ থেকে পাঁচটি ন্যায়ের ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। এর মধ্যে অনগ্রসর, তরুণ, কৃষকদের জন্য ন্যায় বা ক্ষমতায় এলে বিভিন্ন প্রতিশ্রুতির ‘গ্যারান্টি’ আগেই ঘোষণা হয়ে গিয়েছে। 

[৪] বৃহস্পতিবার রাহুল গান্ধী মহারাষ্ট্রের ধুলে থেকে মহিলাদের জন্য পাঁচটি গ্যারান্টি ঘোষণা করেছে। তিনি বলেন, ‘দেশের আর্থিক ভাবে দুর্বল পরিবারের এক জন মহিলা বছরে ১ লাখ রুপি নগদ পাবেন। জনসংখ্যার অর্ধেককে পুরো অধিকার দিতে কেন্দ্রীয় সরকারের চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। শক্তির সম্মান প্রকল্পে অঙ্গনওয়াড়ি, আশা ও মিড-ডে মিল কর্মীদের মাসিক ভাতা দ্বিগুণ করা হবে। অধিকার মৈত্রী প্রকল্পে প্রতিটি পঞ্চায়েতে মহিলাদের অধিকার নিয়ে সচেতন করতে আইনি উপদেষ্টা নিয়োগ করা হবে।’

[৫] কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বক্তব্য, ‘কংগ্রেস কর্নাটক, তেলঙ্গানার মতো রাজ্যে বিভিন্ন গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়ে ভোট জেতার পরে নরেন্দ্র মোদি এখন সেই স্লোগান চুরি করে মোদি গ্যারান্টি বলে প্রচারে নেমেছেন। তবে আমাদের প্রতিশ্রুতি ফাঁপা বুলি নয়। ’ সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়