শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক ক্রিয়েটরদের জন্য গোপন ট্রিক: সেটিংস অন করলেই বাড়বে রিচ ও আয়

ফেসবুক এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি লাখো কনটেন্ট ক্রিয়েটরের আয়ের অন্যতম প্ল্যাটফর্ম। ভিডিও, রিল কিংবা ফটো পোস্টের মাধ্যমে অনেকে পেশাদারভাবে ইনকাম করছেন। তবে সাম্প্রতিক সময়ে অনেক ক্রিয়েটর অভিযোগ করছেন, তাদের কনটেন্টে রিচ ও এনগেজমেন্ট কমে গেছে, নতুন ফলোয়ারও বাড়ছে না।

বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হতে পারে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ *সেটিংস বন্ধ থাকা*, যা অনেকেই জানেন না। অথচ সেটি অন করলেই আপনার প্রোফাইল বা পেজ ফেসবুকের রিকমেন্ডেশনে বেশি দেখা যাবে, ফলে রিচ ও আয়—দু’টিই বাড়বে।

কিভাবে অন করবেন এই সেটিংস

• ফেসবুক অ্যাপ খুলে নিজের *প্রোফাইল পিকচারে* ক্লিক করুন।
• নিচে স্ক্রল করে *About* সেকশনে যান।
• সেখানে পাবেন *Profile Transparency* নামে একটি অপশন — তাতে ক্লিক করুন।
• এরপর *Go to Ad Library* অপশন নির্বাচন করুন।
• নতুন পেজে নিচের দিকে *System Status* অংশে দেখবেন সব রিপোর্ট “Green Tick” থাকা উচিত।
• উপরে থাকা *All* ও *All Ads* নামের অপশন থেকে নিজের *দেশ সিলেক্ট করে Apply* দিন।

এই ধাপগুলো সম্পন্ন করলেই ফেসবুক আপনার কনটেন্টকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবে, ফলে রিচ ও এনগেজমেন্ট দুটোই বাড়বে।

কেন এটি জরুরি

বর্তমানে অনেক ক্রিয়েটর ফেসবুকের *মনিটাইজেশন প্রোগ্রামের invite-only বা waitlist পর্যায়ে* আছেন। ফেসবুক জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই আরও বেশি ক্রিয়েটরকে আয়ের আওতায় আনা হবে। তাই এখন থেকেই প্রোফাইল অপটিমাইজ করে ধারাবাহিকভাবে কনটেন্ট তৈরি করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ—যদি আপনি নিয়মিতভাবে ভিডিও, রিল ও ফটো আপলোড করেন এবং উপরের সেটিংসগুলো ঠিকভাবে অন রাখেন, তাহলে আপনার রিচ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং মনিটাইজেশনের সুযোগও অনেক বেশি পাবেন।

মনে রাখবেন

শুধু সেটিংস অন করলেই হবে না—*নিয়মিত ও মানসম্মত কনটেন্ট তৈরি* করলেই আসবে সাফল্য। ফেসবুকের এই নতুন আপডেটের সুযোগ কাজে লাগিয়ে *নিজের প্রোফাইল থেকেই আয়ের পথ খুলে দিতে পারেন আপনিও! 

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়