শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ ১৮ নারী গবেষককে পরিচয় করালো তেহরান বিশ্ববিদ্যালয়

তেহরান বিশ্ববিদ্যালয় তাদের শীর্ষ ১৮ জন নারী গবেষকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এসব নারী গবেষক জাতীয় ও আন্তর্জাতিকভাবে সর্বাধিক আলোচিত গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি মনিটরিং অ্যান্ড সাইটেশন ইনস্টিটিউট এই ঘোষণা দিয়েছে।

প্রতিবেদন মতে, বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ড. ফারনুশ ফরিদবোদ এবং ড. ফারজানে শেমিরানি এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের অনুষদ সদস্য ড. ফেরেশতে রাশচি ২৭ বছর ধরে (১৯৯৬-২০২৩) বিশ্বের সর্বাধিক আলোচিত গবেষকদের মধ্যে শীর্ষ ২ শতাংশের মধ্যে রয়েছেন।

ওয়েব অব সায়েন্স (ডব্লিউওএস) ডাটাবেজের তথ্যমতে, কৃষি ও প্রাকৃতিক সম্পদ অনুষদের অনুষদ সদস্য ডঃ জাহরা ইমামজোমে এবং ডঃ মরিয়ম সালামি, প্রযুক্তি অনুষদের অনুষদ সদস্য ডঃ আকরাম হোসেনিয়ান সারাজেলু, আন্তঃবিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অনুষদ সদস্য ডঃ ফাতেমে ইয়াজদিয়ান এবং ডঃ রোগায়ে ঘাসেমপুর এবং প্রশাসন অনুষদের অনুষদ সদস্য ডঃ রেহানেহ লোনি ১০ বছরের (২০১৪-২০২৪) সময়কালে বিশ্বের শীর্ষ এক শতাংশ উচ্চ-উল্লেখিত গবেষকদের মধ্যে রয়েছেন।

এছাড়াও, বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ডঃ সেপিদে খোয়েই এবং ডঃ হেদি সাজেদি এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক ডঃ মিত্রা মুসাভিও ২০২৩ সালে এলসেভিয়ার-স্ট্যানফোর্ডের উচ্চ-উল্লেখিত আন্তর্জাতিক গবেষকদের তালিকায় শীর্ষ দুই শতাংশের মধ্যে স্থান পান। 

মানবিক, সামাজিক বিজ্ঞান, শিল্পকলা এবং স্থাপত্য ক্ষেত্রে, ব্যবস্থাপনা অনুষদের অনুষদ সদস্য ডঃ বিতা মাশায়েখি; মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ডঃ এলাহে হেজাজি মুঘারি, ডঃ রেজওয়ান হাকিমজাদেহ এবং ডঃ নার্গেস সাদাত সাজ্জাদিহ; সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষদ সদস্য ডঃ সোহেলা সাদেঘি ফাসায়েই; এবং আইন ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের আঞ্চলিক অধ্যয়নের অধ্যাপক ডঃ এলাহে কৌলাই, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে সর্বাধিক উদ্ধৃত গবেষকদের মধ্যে রয়েছেন।

সূত্র: মেহর নিউজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়