শিরোনাম
◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম, করা যাবে কল রেকর্ড! জেনে নিন

সম্প্রতি এসেছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৮’। আর এর ফলে আইফোন ও অন্যান্য অ্যাপল ডিভাইসে যুক্ত হয়েছে নতুন নানা ফিচার। আর এমনই এক নতুন ফিচার হল কল রেকর্ডিং।

আইফোনে কীভাবে কল রেকর্ড করবেন তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক আইফোনে কল রেকর্ডিংয়ের আদ্যোপান্ত।

আইফোনে আইওএস ১৮ ইনস্টল করা থাকলে, কল রেকর্ড করা খুব সহজ কাজ। কোনো কলে থাকা অবস্থায়, স্ক্রিনের ওপরের বাম কোণায় একটি চিহ্ন দেখবেন, অনেকটা সাউন্ড বার ও রেকর্ড বাটনের মত।

ওই রেকর্ড বাটনে চাপলে, নিজের ফোনে এবং কলের অন্যপাশে তিন সেকেন্ডের একটি কাউন্টডাউন বাজবে। একটি স্বয়ংক্রিয় কণ্ঠ বলবে, ‘দিস কল উইল বি রেকর্ডেড’ বা ‘এই কলটি রেকর্ড করা হবে।’ এরপর একটি টোন শোনা যাবে।

যে কোনো সময় কলটি কেটে দিয়ে বা স্ক্রিনের স্টপ বাটনে চেপে কল রেকর্ড বন্ধ করতে পারেন। স্ক্রিনে স্টপ বাটনে চাপলে একই স্বয়ংক্রিয় কণ্ঠ বলবে, ‘দিস কল ইজ নো লঙ্গার বিইং রেকর্ডেড।’ এরপর রেকর্ড করা ছাড়াই কথা বলা চালিয়ে যেতে পারেন।

রেকর্ডিং কোথায় খুঁজে পাবেন?

একটি কল রেকর্ড করার পর সেটি আইফোনের ‘নোটস’ অ্যাপের ‘কল রেকর্ডিং’ নামে সেইভ করা হবে, কেউ চাইলে নাম এডিট করে নিতে পারেন।

কলের রেকর্ড শোনার জন্য কল রেকর্ডিং নোট বেছে নিয়ে ‘প্লে’ বাটনে চাপুন। এখানে রেকর্ডিং ফাস্ট ফরওয়ার্ড করা যাবে, বা কোনো অংশ পুনরায় শোনার জন্য ‘রিওয়াইন্ড’ করা যাবে।

এ ছাড়া, কেউ চাইলে কল রেকর্ডের ট্রান্সস্ক্রিপট ও পড়তে পারেন। এটি করতে নোট অ্যাপের প্লে বাটনের নিচে ‘ট্রান্সস্ক্রিপট’ বাটনে চাপুন। স্ক্রিনের কোণায় থ্রি ডট আইকনে চেপে, ‘অ্যাড ট্রান্সস্ক্রিপট টু নোট’ অপশন বেছে নিলে, নোট অ্যাপে ট্রান্সস্ক্রিপট যুক্ত হয়ে যাবে। এর ফলে, একই সঙ্গে কল রেকর্ডিং শুনতে ও ট্রান্সস্ক্রিপট পড়তে পারবেন। তবে, ট্রান্সস্ক্রিপট ফিচারটি খুব সম্ভবত বাংলা ভাষার বেলায় কাজ করবে না। উৎস: বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়