শিরোনাম
◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৮ কোটি টাকা টেবিলে রেখে কর্মীদের বোনাস লুটে নিতে বললো কোম্পানি!(ভিডিও)

পৃথিবীতে এমন অনেক কোম্পানি রয়েছে, যেগুলো তাদের কর্মীদের পুরস্কৃত করার জন্য অতিরিক্ত কিছু করে থাকে। বিশেষকরে, কর্মীদের বাৎসরিক বোনাস দেবার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই দিয়ে থাকে দেশের বাইরে ভ্রমণ কিংবা ৫ তারকা হোটেলে ছুটি কাটানোর সুযোগ। কিন্তু আজকের গল্প পুরো ‘হোল-নিউ-লেভেলে’।

চীনের ক্রেন কোম্পানি। সম্প্রতি, কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি পার্টির আয়োজন করে। কোন কর্মচারী কত টাকা পাবে তা নির্ধারণের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। একটি লম্বা টেবিলে এলোমেলো করা রাখা হয় প্রায় ৯৮ কোটি টাকা। সময় মাত্র ১৫ মিনিট। এই সময়ের মধ্যে কর্মীরা যত খুশি তত টাকা নিতে বলা হয়।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট ডুয়িন এবং ওয়েইবোতে শেয়ার করা হেনান মাইনিং ক্রেন কোং লিমিটেডের এই পার্টির ভিডিও। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। ভিডিওতে দেখা যায় কর্মীরা তাদের বোনাস ঘরে তোলার জন্য নগদ টাকা গুনছে। তাও যত খুশি তত!

একজন ব্যক্তি ১৫ মিনিটের মধ্যে ১০০,০০০ ইউয়ান (১৮.৭ হাজার সিঙ্গাপুর ডলার) মূল্যের নগদ টাকা গুনতে সক্ষম হন। অন্যান্য কর্মচারীরা নগদ টাকা জড়ো করে যত দ্রুত সম্ভব টাকা গুনতে থাকেন।

ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য করে মানুষ তাদের বিস্ময় প্রকাশ করেছে অথবা রসিকতা ভাগ করে নিয়েছে। একজন লিখেছেন, ‘আমার কোম্পানির মতোই। কিন্তু টাকার পরিবর্তে, তারা প্রচুর কাজের চাপ দেয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস, এমএসএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়