শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে ধারাভাষ‌্য দি‌তে আস‌ছেন ম‌রিসন, র‌মিজ রাজা ও ওয়াকারসহ ৭ বিদেশি, সঙ্গে ৪ দেশি

স্পোর্টস ডেস্ক :  সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবা‌রের আসরের। একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও। রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে বিপিএলের আগামী আসর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে সাজানোর দায়িত্বও থাকছে তাদের হাতে।

সবশেষ কয়েক বছরে রমিজ রাজা কিংবা ড্যানি মরিসনের বাইরে বলার মতো ভালো মানের ধারাভাষ্যকার আনতে পারেনি বিসিবি। যার ফলে ব্রডকাস্টিংয়ের পাশাপাশি ধারাভাষ্য নিয়েও প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। তবে সেখানে এবার বড়সড় পরিবর্তন আসছে। আইএলটি-টোয়েন্টি, এসিসি ও পিএসএল নিয়মিত সম্প্রচার করায় বেশ কয়েক জন ধারাভাষ্যকারের সঙ্গে চুক্তি আছে ট্রান্স গ্রুপের। ---- ক্রিক‌ফ্রেঞ্জি

যাদেরকে দিয়ে বিপিএলে ধারাভাষ্য প্যানেলে সাজানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সেই তালিকায় মরিসনের সঙ্গে আছেন রমিজও। আইএল টি-টোয়েন্টি শেষে ৫ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন মরিসন। তাদের দুজনের পাশাপাশি প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দিতে আসতে যাচ্ছেন ওয়াকার ইউনুসও। এর আগে বিপিএলে কোচিং করাতে এসেছিলেন সিলেটের হয়ে। বাংলাদেশের বেশিরভাগ সিরিজেই ধারাভাষ্যকার হিসেবে দেখা যায় ফারভেজ মাহরুফকে।

শ্রীলঙ্কার সাবেক পেসারও থাকছে সেই প্যানেলে। এ ছাড়া অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে বিপিএলে ধারাভাষ্য দিতে। উপস্থাপকের দায়িত্ব থাকা জয়নব আব্বাসও বেশ কিছু ম্যাচে ধারাভাষ্য দিতে পারেন বলে জানা গেছে। প্রথমবারের মতো বিপিএল আয়োজন করতে যাওয়া ট্রান্স গ্রুপ বাংলাদেশের সমর্থকদের ভালো মানের খেলা ব্রডকাস্টিং দিতে আত্মবিশ্বাসী।

বিদেশি ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশিদের মধ্যে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার ‍উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকেও দেখা যাবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্রের মতে, এখনো পর্যন্ত ১১ জন ধারাভাষ্যকারের তালিকা চূড়ান্ত হয়েছে। সিলেট পর্বে সবাইকে না পাওয়া গেলেও আইএলটি-টোয়েন্টি শেষে পুরো ধারাভাষ্য প্যানেলকে পাওয়া যাবে।

সিলেটে বিপিএল শুরু হওয়ার পর সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট, ৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।

সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে। বিপিএল শুরুর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়