স্পোর্টস ডেস্ক : বিশটি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হলো ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই আসরে ৩৫টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
১০টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২৯টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে বিকেএসপি। বাংলাদেশ পুলিশ ওয়াটার পোলোতে ১টি ব্রোঞ্জ পদক পেয়ে চতুর্থ হয়।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারে ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৫টিতে নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
গত তিন দিন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি রেকর্ডের ছড়াছড়ি ঘটালেও শেষ দিনে আলো কেড়ে নেন তারই সতীর্থ সাঁতারু কাজল মিয়া। আজ তিনি দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের (২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড) রেকর্ড ভাঙেন। একই দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে গত বছর নিজের করা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে।
সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া মোট চারটি নতুন জাতীয় রেকর্ড করেন। তবে শেষ দিনে সামিউল ইসলাম রাফি তাঁর ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন।
নারী সাঁতারুদের মধ্যেও নতুন রেকর্ড হয়েছে। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুনিতক ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
রেকর্ডের ধারাবাহিকতায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক (৬টি নতুন জাতীয় রেকর্ড) অর্জন করে ‘সেরা সাঁতারু’ নির্বাচিত হন। নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য (৩টি নতুন জাতীয় রেকর্ড) পদক জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন।
ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
ওয়াটারপোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়েছে। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, 'সাঁতার ফেডারেশনের প্রচেষ্টার ফলে আমাদের সাঁতারুরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছে।
আশা করছি সামনে আমরা আরো ভালো ফলাফল করতে পারবো। এসএ গেমসে ভালো করতে আমাদের প্রশিক্ষণ চলছে। উন্নত প্রশিক্ষণ পেলে আমাদের সাঁতারুরা আরও ভালো করবে।
এবার ২০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে, যা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ম্যাক্স গ্রুপের মতো অন্য প্রতিষ্ঠানও আমাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।