শিরোনাম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ আজ শুরু, কোনো ম্যাচ না জিতলেও ৩ কো‌টি ৩ লাখ টাকা পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার থে‌কে শুরু হ‌তে যাওয়া নারী বিশ্বকাপে খেলছে ৮টি দল। স্বাগতিক দুই দল ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে—বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রাইজমানি যেহেতু বাড়ানো হয়েছে, তাতে সকল অংশগ্রহণ করা দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো।

এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও তারা টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ২ লাখ ৫০ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা। এর সঙ্গে যদি গ্রুপপর্বে জয় আসে, তবে প্রতিটি জয়ের জন্য যুক্ত হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ ৬১ হাজার)। -- সময়‌নিউজ

সেমিফাইনালে উঠতে পারলে পুরস্কার ধাপে ধাপে বাড়বে। শেষ চারে পৌঁছানো দলগুলোর প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার করে, মানে প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা। রানার্সআপ হলে পুরস্কার দাঁড়াবে ২২ লাখ ২৪ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ১৭ লাখ টাকা)। আর স্বপ্নের মতো শিরোপা জিততে পারলে বাংলাদেশ নারী দল পাবে সর্বোচ্চ ৪৪ লাখ ৮০ হাজার ডলার-বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।

২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় এবারের অর্থ পুরস্কার বেড়েছে প্রায় তিন গুণ। চ্যাম্পিয়ন দল যেখানে আগেরবার পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার, এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪৪ লাখে। রানার্সআপের পুরস্কারও বেড়েছে ২৭৩ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়