শিরোনাম
◈ উপদেষ্টা আসিফ মাহমুদকে জবাব দিলেন সাকিব ◈ রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখনই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সময়: খলিলুর রহমান ◈ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন ◈ ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন ◈ দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত! ◈ কাপ্তাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ দা-চাপাতি উদ্ধার, ইউপিডিএফের সহিংসতার পরিকল্পনা ভেস্তে দিলো বিজিবি ◈ অমর একুশে বইমেলা স্থগিত ◈ প্রাথমিকে ছুটি কমছে, বছরে খোলা থাকবে আরও বেশি দিন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এনামুলের নান্দ‌নিক ব‌্যা‌টিং ও মৃত্যুঞ্জয়ের বো‌লিং তো‌পের সুবা‌দে খুলনার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক : ভা‌গ্যের দরজা খুলে গে‌লো খুলনা দ‌লের। রোববার এন‌সিএল টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে খুলনা জয় পায় ২২ রানে। বৈরি আবহাওয়ার কারণে খুলনা বিভাগের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগের কাছে হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে।

খুলনার দেওয়া ১৭২ রানের লক্ষ্য খেলতে নামা মেট্রোর ইনিংস মৃত্যুঞ্জয়ের তোপে ৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৪৯ রানে। মৃত্যুঞ্জয় ৩.১ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এনামুল ব্যাট হাতে ২৬ বলে করেন ৪৯ রান।

এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে খুলনা পয়েন্ট টেবিলের চার নম্বরে। ৩ পয়েন্ট করে আছে ২টি করে ম্যাচ খেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। ২ পয়েন্ট নিয়ে মেট্রোর স্থান ছয়ে।

সিলেটে ইমরানুজ্জামান ও সৌম্য সরকারের ব্যাটে ৭১ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল খুলনা। ৩৬ রান ইমরানুজ্জামন বিদায় নেওয়ার কিছুক্ষণ পর সৌম্যও ফিরে যান ৩৩ বলে ৪৫ রান করে। এরপর এনামুল ও আফিফ হোসেন খুলনার ইনিংস গড়ে দেন। নির্ধারিত ওভার ষে ৫ উইকেটে ১৭১ রান করে তারা। মেট্রোর হয়ে আবু হায়দার নেন ২ রান, একটি করে পান মারুফ মৃধা, আরিফ আহমেদ ও রাকিবুল হাসান।

জবাবে ১১ রানে প্রথম উইকেট হারালেও মোহাম্মদ নাইম ও আনিসুল ইসলাম ইমনের ব্যাটে ধাক্কা কাটিয়ে উঠে মেট্রো। দলীয় ৭০ রানের সময় ইমন ব্যক্তিগত ২৮ রানে জায়েদ উল্লাহর শিকার হন। 

পরের বলেই রানআউট হন নাইম। ২৩ বলে তিনি করেন ৩৩ রান। সাদমান ইসলাম ১৭, শামসুর রহমান ২২, আরিফ আহমেদ ১১ ও আবু হায়দার করেন ১০ রান। শেখ পারভেজ জীবন ৩২ রান দিলেও তুলে নিয়েছেন ২ উইকেট, একটি করে শিকার করেন মেহেদী হাসান মিরাজ, জায়েদ ও রবিউল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়