স্পোর্টস ডেস্ক: স্পিনারদের নৈপুণ্যে ওমানের বিরুদ্ধে জয় পেতে অসুবিধাও হয়নি পাকিস্তএনর। ৯৩ রানের বড় জয়ে এশিয়া কাপের এবারের আসর শুরু করেছে সালমান আলী আগার দল।
শুক্রবার দুবাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হারিসের ফিফটিতে ৭ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ১৬ ওভার ৪ বলে ৬৭ রানে গুটিয়ে যায় আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ওমান। -- অলআউট স্পোর্টস
৪৩ বলের ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হারিস। পাকিস্তান বোলারদের মধ্যে ৭ উইকেট নিয়েছেন স্পিনাররা। বাকি ৩টি নিয়েছেন পেসাররা।
গ্রুপে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত থাকায় সুপার ফোরে ওঠার দৌড়ে নেট রানরেট নিয়ে খুব একটা মাথা ঘামাতে হচ্ছে না ভারত ও পাকিস্তানকে। ওমানকে গুঁড়িয়ে ৪.৬৫০ রানরেট নিয়ে তালিকার দুই নম্বরে আছে পাকিস্তান। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে আরব আমিরাতকে বিধ্বস্ত করে শীর্ষে থাকা ভারতের রানরেট ১০.৪৮৩।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফেরেন সাইম আইয়ুব। তবে দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহান ও হারিসের ৮৫ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় পাকিস্তান। ২৯ রান করা ফারহানের বিদায়ে এই জুটি ভাঙে।
এরপর দ্রুত সাজঘরে ফেরেন হারিস ও অধিনায়ক সালমান। ১৩তম ওভারের শেষ দুই বলে এই দুই ব্যাটারকে তুলে নেন আমির কালিম। এরপর কমে আসে রানের গতিও। তবে শেষ চার ওভারে ফখর জামান (২৩*) ও মোহাম্মদ নাওয়াজের (১৯) ক্যামিওতে পিচ বিবেচনায় বড় সংগ্রহ পায় পাকিস্তান।
লক্ষ্য তাড়ায় সাইমের জোড়া আঘাতে ২৪ রানের ভেতর দুই ওপেনারকে হারায় ওমান। তৃতীয় উইকেটে মোহাম্মদ নাদিমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন হাম্মাদ মির্জা। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই ভেঙে যায় তাদের প্রতিরোধ।
নাদিমকে (৩) ফিরিয়ে যার শুরুটা করেন সুফিয়ান মুকিম। সে সময় ওমানের সংগ্রহ ছিল ৬ ওভার ৩ বলে ৩ উইকেটে ৪১ রান। পরের ১০ রান যোগ করতে আরও ৬ উইকেট হারায় তারা। শেষ উইকেটে ১৬ রানের জুটিতে কেবল পরাজয়ের ব্যবধানটাই কেবল কমে।