শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-পাকিস্তানের ম‌্যাচ নি‌য়ে বাড়াবা‌ড়ি না করার  অনুরোধ কপিল দে‌বের

স্পোর্টস ডেস্ক : এখ‌নো সমা‌লোচনা থে‌মে নেই ভারত-পা‌কিস্তান ম‌্যাচ ইস‌্যু‌তে। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। যদিও সব শঙ্কা উড়িয়ে দিয়ে এশিয়া কাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছে দুই দলই। ভারতের সরকারের পক্ষ থেকেও ম্যাচ খেলার নিশ্চয়তা দেয়া হয়েছে। এমন সিদ্ধান্তের পরও ভারত ও পাকিস্তানের ম্যাচটি বাতিল করতে আদালতে আবেদন করা হয়েছে।

যদিও ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। ভারতের ক্রিকেটারদের তিনি শুধু খেলার মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। এর বাইরে সরকারের কাজ সরকার সামলাবে বলে মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে কথার দ্বন্দ্বেও না জড়ানোর পরামর্শ দিয়েছেন কপিল।

তিনি বলেন, স্রেফ মাঠে যাও এবং জিতে আসো। যাদের কাজ খেলা তাদের কেবল খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত-অন্য কিছু বলার কোনো দরকার নেই। এটাকে বড় ইস্যু বানাবেন না। সরকার তার কাজ করবে এবং খেলোয়াড়দের তাদের কাজ করা উচিত।'

এশিয়া কাপে আগের মতোই একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। এই দুই দলের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। মূলত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্যই এই দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়। এরপর সেই বাজে সম্পর্ক রূপ নেয় যুদ্ধেও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশই যুদ্ধ বিরতিতে রাজি হয়। যুদ্ধ থেমে গেলেও এই দুই দেশের সম্পর্ক দ্রুতই যে সহনীয় পর্যায়ে নেমে আসছে না তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনার প্রভাব পড়েছে দুই দলের ক্রিকেট লড়াইয়েও।

গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের পর, সেমি-ফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে। ফলে দুই দেশের যুদ্ধের পর এবারই প্রথম ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়