শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের শো‌য়েব মা‌লিক বাংলাদেশের ব্যাটিংয়ে ঘাটতি দেখছেন 

স্পোর্টস ডেস্ক :  টি -টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এই বিশ্ব আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। 

উপমহাদেশের দলগুলো খেলছে এশিয়া কাপে। বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

বেশিরভাগ ম্যাচেই ছোট ছোট ক্যামিও ইনিংস খেললেও বাংলাদেশের ব্যাটারদের মাঝে ধারাবাহিকতার ঘাটতি দেখা গেছে। পাশাপাশি ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে না পারার ব্যাপারগুলোও চোখে পড়েছে। -- ক্রিক‌ফ্রেঞ্জি 

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে এমন মন্তব্য করেছেন শোয়েব মালিক। ব্যাটিংয়ের অধারাবাহিকতা এশিয়া কাপে বাংলাদেশকে ভোগাতে পারে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে মালিক বলেন, ‘আমার কাছে যে একটি ছোট ঘাটতি মনে হচ্ছে, সেটা হলো তাদের ব্যাটিং। তাদের ব্যাটিংয়ে ঝলক দেখা যায়, কিন্তু ব্যাটারদের কাছ থেকে সেই ঝলকগুলো দীর্ঘ সময় ধরে প্রয়োজন। যেমন, কেউ যদি ২০ বা ২৫ রানের ভালো ইনিংস খেলে, সেটাকে কীভাবে ৫০ বা ৭০ রানে রূপান্তর করতে হয় এবং ভালো দিনে ১০০ রানে নিয়ে যেতে হয়... সেই জিনিসটা দেখা যাচ্ছে না। যদি তারা এই দিকটা একটু সামলে নিতে পারে, তাহলে আমি তাদের শেষ চারে দেখছি।‘

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। তিনি অবশ্য বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন। বিশেষ করে রিশাদ হোসেনের উইকেট নেয়ার সামর্থ্য নজর কেড়েছে তার। বাংলাদেশের এই লেগ স্পিনারকে 'উইকেট টেকার' আখ্যা দিয়েছেন গুল।

যদিও রিশাদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে কোনো উইকেট পাননি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে একটি উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

রিশাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে গুল বলেন, ‘আপনি রিশাদের কথা বললেন, সে মাঝের ওভারে উইকেট এনে দেয়, যদিও পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজটা তার খুব ভালো যায়নি, কিন্তু তবুও সে একজন উইকেট শিকারি বোলার। তাদের কাছে সব বিকল্পই আছে। আমার মতে, তাদের একটি খুব ভালো বোলিং আক্রমণ আছে, যারা খেলার তিনটি সিচুয়েশনেই ভালো বল করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়