শিরোনাম

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে দ. আফ্রিকার রোমাঞ্চকর জয় 

স্পোর্টস ডেস্ক : জয় ইংল‌্যা‌ন্ডের মু‌ঠোই ছি‌লো, কিন্তু ভাগ‌্য সুপ্রসন্ন ছি‌লো না তা‌দের। শেষ বল পর্যন্ত সম্ভবনা টিকে থাক‌লেও  জফরা আর্চার ছক্কা হাঁকাতে ব্যর্থ হওয়ায় জয় পে‌লো না ইংল‌্যান্ড। 

ফ‌লে দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে দক্ষিণ আফ্রিকার। ৫ রানের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে প্রোটিয়ারা।

বৃহস্পতিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩০ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড।

দেশটির মাটিতে প্রোটিয়ারা সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল ১৯৯৮ সালের মে মাসে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। সে সময় জন্মই হয়নি এই ম্যাচে দলকে জেতানো নায়ক ম্যাথিউ ব্রিটস্কির। -- অলআউট স্পোর্টস

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ড গড়া ডানহাতি এই ব্যাটার এদিনও পেয়েছেন ফিফটির দেখা। ফলে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি এখন ২৬ বছর বয়সী এই ব্যাটারের।

চোট কাটিয়ে একাদশে ফেরা ব্রিটস্কির ৭৭ বলে ৮৫ রানের ইনিংসের পর ৫৮ রান করেন ট্রিস্ট্যান স্টাবস। শেষ দিকে ডেওয়াল্ড ব্রেভিসের ২০ বলে ৪২ এবং কর্বিন বশের ১৯ বলে অপরাজিত ৩২ রানের সুবাদে লর্ডসের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে দলীয় সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা।

সিরিজ বাঁচাতে লর্ডসে রান তাড়ার রেকর্ড গড়তে হতো ইংল্যান্ডকে। ছাড়িয়ে যেতে হতো ২০০২ সালে তাদের বিপক্ষে ভারতের ৩২৬ রান তাড়া করে জেতার রেকর্ড। জো রুট (৬১), জ্যাকব বেথেল (৫৮) ও জস বাটলারের (৬১) ফিফটিতে জয়ের পথে ছিল ইংলিশরা। তবে ৪৭তম ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নান্দ্রে বার্গার।

আর্চারের চেষ্টায় শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ১৬ রান, হাতে ছিল এক উইকেট। ডানহাতি এই ব্যাটার রিভার্স-শটে দুটি চার মারলে শেষ বলের জন্য সমীকরণ দাঁড়ায় ৭ রান। ছক্কা হাঁকাতে পারলেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। কিন্তু সেনুরান মুথুস্যামির করা শেষ বলে সুযোগ পেলেও তা সীমানা পার করতে পারেননি আর্চার।

২০২৩ বিশ্বকাপের পর থেকে ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পাঁচটিতেই হেরে গেল ইংল্যান্ড। এই বছর খেলা ১১ ওয়ানডের মধ্যে ৮টিতে হারের মুখ দেখল তারা। আগামী রোববার সাউদ্যাম্পটনে হবে সিরিজের শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়