শিরোনাম
◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প ◈ ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু ◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ লন্ডনের রাস্তায় যা করলেন ভারতীয় ছাত্রী, ভিডিও ভাইরাল ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ‌টি-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ১৪ বাংলাদেশি‌ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ২৬ ডিসেম্বর শুরু হ‌বে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসর।

আসন্ন আসরকে সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এসএ টোয়েন্টির নিলামে প্রাথমিকভাবে ২৩ জন নিজেদের নাম নিবন্ধন করলেও, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। 
     
 বিশ্বের প্রায় ৮০০ ক্রিকেটার থেকে বাছাই করে ৫৪১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট আয়োজকরা। যেখানে মোট ২৫টি স্লটের বিপরীতে আছেন ২৪১ জন বিদেশি ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার থেকে নিলামে দল পাবেন ৫৯ জন। 

বাংলাদেশ থেকে নিলামের এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৪ জন ক্রিকেটার- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, শেখ মেহেদি হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিক।

ইংল্যান্ডের ৯৭ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন নিলামে উঠা তালিকায়। সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ৪৩ বছর বয়সে এই নিলামে উঠবেন। তার সাথে তালিকায় রয়েছেন মঈন আলি, অ্যালেক্স হেলস এবং ২০২৪ সালের ফাইনালের ম্যাচসেরা টম অ্যাবেলের মতো ইংলিশ ক্রিকেটাররা।

এসএটোয়েন্টির সঙ্গে বিগ ব্যাশ লিগের সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের সংখ্যা কম। অস্ট্রেলিয়া থেকে নিলামে রয়েছেন দুইজন- ডার্সি শর্ট ও পিটার হ্যাটজগ্লু। ওয়েস্ট ইন্ডিজ থেকে ২৮, শ্রীলঙ্কা থেকে ২৪ এবং নেপালের হয়ে একমাত্র প্রতিনিধি দিপেন্দ্র সিং আইরি নিলামে রয়েছেন।

রহমানউল্লাহ গুরবাজ, নবিন উল হক সহ আফগানিস্তানের ১৯ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। তবে এই তালিকায় নেই রশিদ খান, মোহাম্মদ নবীর মতো আফগান বড় তারকার নাম। ওয়েস্ট ইন্ডিজের একাধিক খেলোয়াড়ের নাম থাকলেও টি টোয়েন্টি মাতানো বেশিরভাগ ক্রিকেটার নেই নিলামে।

দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার আছেন তালিকায়, যাদের মধ্যে আছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্সআপ দলের আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েতজি রয়েছেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া এইডেন মার্করামের ওপর নজর থাকবে নিলামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়