শিরোনাম
◈ বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বার্তা দিলো ইতালি ◈ সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ◈ ক্রিকেটাররা এখন জিতলেই খুশি হয়ে যায় না, তারা জা‌নে তা‌দের আ‌রো ভা‌লো কর‌তে হ‌বে: বি‌সি‌বি সভাপ‌তি ◈ বাকৃবিতে হল ছাড়ার নির্দেশ অমান্য করে দ্বিতীয় দিন রেলপথ অবরোধ শিক্ষার্থীদের ◈ নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ বাংলাদেশের খেলা দে‌খে মুগ্ধ নেদারল‌্যান্ডস কোচ নিকার্ক ◈ কিম জং–উন এর সবুজ ট্রেনে, কী নেই বুলেটপ্রুফ ট্রেনটিতে! জানুন এর বৈশিষ্ট্য (ভিডিও) ◈ আন্দোলন দমাতে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা: সাবেক আইজিপি মামুন ◈ ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুতে অনিশ্চয়তা, চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের গড়িমসি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নভঙ্গের পর শুরু হয় হাতাহাতি, কথা কাটাকাটি, মাঠে ধাক্কাধাক্কির ঘটনায় জড়াল মেসির মিয়ামি!

খুব কাছে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হলো না লিওনেল মেসির। আক্ষেপ ও হতাশায় কেটেছে লিগস কাপের ফাইনাল। ট্রফি ফয়সালার ম্যাচে ইন্টার মিয়ামিকে বিধ্বস্ত করেছে সিয়াটেল। শিরোপা স্বপ্নভঙ্গের দিনে উত্তেজনাও ছড়িয়েছে বেশ।

সোমবার বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে জমজমাট এই ফাইনালে ৩-০ গোলে হারে মেসির দল। এরপরই শুরু হয় হাতাহাতি, কথা কাটাকাটি। মাঠে ধাক্কাধাক্কির পর আরেকদফা লুইস সুয়ারেজও জড়িয়ে পড়েন বচসায়।

ফাইনালে সিয়াটলের রথরকের ৮৯ মিনিটের গোলের পরই শুরু হয় উত্তেজনা। মাঠে ধাক্কাধাক্কির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেফারি ও খেলোয়াড়রা। মিয়ামির ম্যাক্সি ফ্যালকন সিয়াটলের মিডফিল্ডার ওবেড ভারগাসকে জড়িয়ে ধরেন। এরপর দুই দলের খেলোয়াড়েরা একে অন্যকে ঘুষি মারতে থাকেন!

অবশ্য খেলার পরিসংখ্যানে বল দখল, পাসের সংখ্যা ও আক্রমণ-প্রতি আক্রমণ— সবখানেই এগিয়ে ছিল মিয়ামি। শেষ পর্যন্ত গোলের মুখ দেখতেই ব্যর্থ হয় তারা। ম্যাচে অন-টার্গেটে একটিও শট নিতে পারেনি মেসির দল।

টানা তিন ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠে স্বপ্ন দেখছিল মিয়ামি। তবে সেই স্বপ্ন ফিকে হয় ম্যাচের ২৬ মিনিটেই। সতীর্থের বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করে সিয়াটেলকে এগিয়ে দেন ডি রোসারিও।

বিরতির পরপরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল মায়ামি। লুইস সুয়ারেজের পাসে একদম সামনে বল পেয়ে যান লিওনেল মেসি, তবে তার শট উড়ে যায় পোস্টের ওপর দিয়ে।

৮৪তম মিনিটে মিয়ামির ইয়ানিক ব্রাইট ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সিয়াটেল। সেখান থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আলেক্স রোলড্যান। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে শেষ পেরেকটি ঠুকে দেন পল রথরক— কর্নার থেকে পাওয়া বল থেকে দারুণ এক শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

৩-০ ব্যবধানের জয় নিয়ে লিগস কাপের শিরোপা উদযাপন করেছে সিয়াটেল। এই হারে মেসির ৪৭তম ট্রফি জয়ের আশাও পিছিয়ে গেল। সর্বশেষ তিনি ২০২৪ সালে মিয়ামির হয়ে সাপোর্টারস শিল্ড জিতেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়