শিরোনাম
◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি প্লাবিত অঞ্চলের মানুষজনের ◈ ও‌য়েস্ট ইন্ডিজকে হারিয়ে  সিরিজ জিত‌লো পা‌কিস্তান ◈ বিমান বাহিনীতে 'র' নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: আইএসপিআর ◈ বিচারহীনতার দায়ে বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনাপ্রবাহ চাপা দিতে ৪ খুন ◈ ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ ◈ শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দেশে অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল ◈ হার্টের রিংয়ের দাম কমল, সর্বনিম্ন ৫০ হাজার, সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ ◈ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা  ◈ ঐতিহাসিক '‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ১০:১৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সিরা‌জের তো‌পে ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ভার‌তের নাটকীয় জয়, সি‌রিজ ড্র 

স্পোর্টস ডেস্ক : চতুর্থ দি‌নেই রেজাল্ট হ‌য়ে যে‌তো য‌দি বৃ‌ষ্টি না ঝড়‌তো, হয়‌তো বা ইংল‌্যান্ডই ৩৫ রান আদায় সি‌রিজ জি‌ততে পার‌তো, কিন্তু বৃ‌ষ্টি বিড়ম্বনায় সেটা আর হ‌লো না,  ওভালে বৃষ্টির কারণে চতুর্থদিনের খেলা আগেভাগেই শেষ হয়, তখন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান, হাতে ৪ উইকেট। তখনই ধারণা করা যাচ্ছিলো, পঞ্চম দিনে নাটকীয় কিছু ঘটলেও ঘটতে পারে। 

ওভালে হলোও তাই, ভারতের বোলাররা দেখালেন দুর্দান্ত প্রদর্শনী। আর তাতেই ৬ রানের জয় তুলে নিয়েছে শুবমান গিলের দল। এই জয়ে সিরিজে ২-২ সমতা ফেরালো ভারত।

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। গতকাল ২ রানে অপরাজিত থাকা জেমি স্মিথ এদিন স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি। উইকেটের পেছনে তাকে ক্যাচ দিতে বাধ্য করেন মোহাম্মদ সিরাজ। ২০ বলে ২ রান করে ফেরেন স্মিথ।

জেমি ওভারটন চেষ্টা করেছিলেন। কিন্তু সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। রিভিউ নিয়েছিলেন ওভারটন, তবে আম্পায়ার্স কলে আউট হয়ে ফিরেছেন তিনি। জশ টাং ১২ বল খেললেও রানের খাতা খুলতেই পারেননি। প্রসিধ কৃষ্ঞার বলে বোল্ড হয়েছেন তিনি।

ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নামেন ক্রিস ওকস। তাকে নিয়ে চেষ্টা করেছিলেন গাস এটকিনসন। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জেতাতে পারেননি অ্যাটকিনসন। সিরাজের বলে বোল্ড হয়েছেন তিনি। ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নামা ওকসকে কোনো বল মোকাবেলা করতে হয়নি।

এর আগে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের পথে রেখেছিলেন জো রুট ও হ্যারি ব্রুক। তবে বৃথা গেল তাদের সেঞ্চুরি। তাদের দুজনের সেঞ্চুরির পরও জিততে পারলো না ইংল্যান্ড।

ভারতের হয়ে ৫টি উইকেট শিকার করেছেন সিরাজ। প্রথম ইনিংসেও ৪টি উইকেট নিয়েছিলেন ভারতের এ পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়