শিরোনাম
◈ সুপারবাগের হুমকি, বিশ্বজুড়ে প্রাণ যেতে পারে লাখ লাখ মানুষের! (ভিডিও) ◈ বিমান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শিক্ষার্থীদের তোপের মুখে আসিফ নজরুল, ভুয়া ভুয়া স্লোগান (ভিডিও) ◈ প্রশিক্ষণ ফ্লাইট কেন ঢাকায়? যা বলছেন বিশেষজ্ঞরা ◈ প্রবাসে বাংলাদেশের গর্ব: নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা হলেন শরীয়তপুরের ইউসুফ রানা ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ ◈ ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ ◈ নির্বাচনে পরাজয় সত্ত্বেও জাপানের প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে চান না ◈ আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে এ দাবি সঠিক নয় ◈ মাইল‌স্টোন ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে হতাশ করে আরও তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিন ফাইনাল আয়োজনের স্বত্ব পেয়েছে ইংল্যান্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছিল ভারত। কিন্তু আইসিসি আয়োজক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ডকে। কারণটাও অবশ্য জানা, গত তিনটি ফাইনাল বেশ সফলভাবে আয়োজন করেছে ইংল্যান্ড। যার কারণে আগামী তিন আসরেও তাদের ওপরেই ভরসা রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা। --- ডেই‌লি ক্রিকেট

আইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সর্বশেষ ফাইনাল আয়োজনের সফল ট্র্যাক রেকর্ডের পর, বোর্ড ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সংস্করণের জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজকের মর্যাদা ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে প্রদানের বিষয়টিও নিশ্চিত করেছে। 

আগামী তিন আসরের আয়োজক স্বত্ব পেয়ে বেশ আনন্দিত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘পরবর্তী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক স্বত্ব পাওয়ায় আমরা অনেক আনন্দিত। এখানে টেস্ট ক্রিকেটের প্রতি ভক্তদের আবেগ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসার বিষয়টি স্বীকৃতি পেয়েছে আইসিসির এই সিদ্ধান্তে। ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া বড় প্রাপ্তি এবং পরবর্তী আসরগুলোর মতোই আমরা আইসিসির সঙ্গে সফলভাবে ফাইনাল উপহার দেওয়ার দিকে তাকিয়ে আছি।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় দুই বছর ধরে। প্রতিটি সাইকেলের আয়তন দুই বছর। এই দুই বছরে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলে দেশ খেলুড়ে দেশগুলো। এরপর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল। সেখানে জয়ী দলের হাতে ওঠে শিরোপা। সবশেষ আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়