শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তা‌নে দাবা খেলা  নিষিদ্ধ করলো তালেবান সরকার

স্পোর্টস ডেস্ক : দাবা খেলা নি‌ষিদ্ধ হ‌লো আফগা‌নিস্তা‌নে,  সে দে‌শের তালেবান সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্তে বন্ধ রাখা হয় খেলা। ইসলামি শরিয়ার সঙ্গে এর ‘সামঞ্জস্য’ নিয়ে প্রশ্ন তুলে দেশটির ক্রীড়া পরিদপ্তর জানিয়েছে—ধর্মীয় বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত দাবা খেলা নিষিদ্ধ থাকবে।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিলেও, তালেবান শাসনের বাস্তবতায় অনেকের কাছেই এটি ছিল অনুমিত। তালেবানের ক্রীড়া দপ্তরের মুখপাত্র আতাউল মাশওয়ানি ফ্রান্স প্রেস এজেন্সিকে (এএফপি) বলেন, “শরিয়াতে দাবাকে জুয়ার একটি মাধ্যম হিসেবে দেখা হয়, যা নিষিদ্ধ।

এই ধর্মীয় বিবেচনার কারণেই খেলাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এটি আফগান ক্রীড়াঙ্গনে তালেবানদের প্রথম হস্তক্ষেপ নয়।

২০২১ সালে পুনরায় ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার নারী খেলোয়াড়দের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। বন্ধ হয়ে যায় জাতীয় নারী ক্রিকেট দলের কার্যক্রম, থেমে যায় খেলাধুলায় নারীদের অংশগ্রহণের পথ। পাশাপাশি ‘অতিরিক্ত সহিংস’ ও ‘শরিয়াবিরোধী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয় মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)। এমনকি পেশাদার খেলার মধ্যে মুখে ঘুষি মারার মতো বিষয়গুলোকেও এক ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করা হয়।

নতুন করে দাবার ওপর নিষেধাজ্ঞা যেন আফগান তরুণদের মনোবলকে আরেক ধাক্কা দিল। কাবুল শহরের একাধিক ক্যাফে, যেখানে তরুণরা প্রতিদিন চায়ের কাপ হাতে দাবার বোর্ডে ডুবে থাকতো, সেখানে এখন স্তব্ধতা। কাবুলের এক ক্যাফে মালিক আজিজুল্লাহ গুলজাদা বিবিসিকে বলেন, “তরুণদের এখন কিছু করার নেই। প্রতিদিন অনেকে আসতো, দাবা খেলতো, কথা বলতো—এই জায়গাটা ছিল ওদের মুক্তির মতো। 

দাবা আফগানিস্তানে শুধু একটি খেলা ছিল না। যুদ্ধ ও শাসন-নির্যাতনের ক্লান্ত সমাজে এটি ছিল চিন্তার স্বাধীনতা, বন্ধুত্বের পরিসর এবং নিঃশব্দ প্রতিবাদের এক আশ্রয়। কোনো পতাকা নয়, কোনো স্লোগান নয়—কেবল একটি দাবার চালেই অনেকের মনে হতো, সে এখনো স্বাধীনভাবে ভাবতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়