শিরোনাম
◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে আজ রা‌তে বা‌র্সেলো ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন: প্রেস সচিব ◈ ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন

স্পোর্টস ডেস্ক ; রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন কাগিসো রাবাদা। তবে তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে নেয়া আসা হয় এক মাসে। নিষেধাজ্ঞার এক মাস পেরিয়ে যাওয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন সাউথ আফ্রিকার পেসার। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরতে পারেন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলা রাবাদা।

সাউথ আফ্রিকার এসএ২০ লিগে এমআই কেপটাউনের হয়ে খেলেছিলেন রাবাদা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার সময় রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়েছিলেন ডানহাতি এই পেসার। চলতি বছরের ২১ জানুয়ারি কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন তিনি।

যদিও ১ এপ্রিল ফলাফল হাতে পান রাবাদা। সেই সময় গুজরাটের হয়ে আইপিএল খেলছিলেন তিনি। ডোপ টেস্টের ফলাফল পাওয়ায় ৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফেরেন রাবাদা। সেই সময় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন সাউথ আফ্রিকান এই পেসার। মাসখানেক পেরিয়ে যাওয়ার পর জানা যায় আসল কারণ।

রাবাদা নিজেই স্বীকার করেন নিষিদ্ধ মাদক নিয়ে নিষিদ্ধ হওয়ার কথা। বিবৃতিতে রাবাদা বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়