শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নরওয়ের অ্যাথলেটরা চী‌নে মাংস খে‌তে পার‌ছেন না ডোপ টে‌স্টের ভ‌য়ে

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলেজ এবং ডায়মন্ড লিগের আসর। তবে এতে অংশ নিতে যাওয়া নরওয়ের অ্যাথলেটদের জন্য এসেছে একটি অদ্ভুত নির্দেশনা। ডোপ টেস্টের ফল পজিটিভ যেন না আসে, সে জন্য চীনে থাকার সময় অ্যাথলেটদের যে কোনো ধরনের মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছে নরওয়ে কর্তৃপক্ষ। -- অলআউট স্পোর্টস

মে মাসের শুরুতে চীনের গুয়াংজুতে শুরু হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলেজ। অন্যদিকে ৩ মে সাংহাইয়ে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগ। এই আসরে অংশ নেবেন বেশ কয়েকজন নরওয়েজিয়ান অ্যাথলেট।

নরওয়ের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির অধীনস্থ অলিম্পিয়াটোপেন নামক একটি সংস্থা জানায়, গবেষণায় দেখা গেছে, চীনে কিছু পশুর দ্রুত বৃদ্ধির জন্য গ্রোথ হরমোন খাওয়ানো হয়। ফলে সেই পশুর মাংসে খেলে অ্যাথলেটদের দেহে অনিচ্ছাকৃতভাবে ক্লেনবুটেরল নামে একটি উপাদান প্রবেশ করতে পারে। এর ফলে ডোপ টেস্টে পজিটিভ ফল আসতে পারে। 

বিষয়টি নিয়ে বিশ্ব অ্যাথলেটিকস এবং চাইনিজ অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের কাছে মন্তব্য জানতে চেয়েছে রয়টার্স।

এ বিষয়ে চলতি বছর বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতা হেরিয়েট ইয়েগার নরওয়ের সম্প্রচারমাধ্যম এনআরকে-কে জানান, তিনি মাংস খেতে পছন্দ করলেও অলিম্পিয়াটোপেনের দিকনির্দেশনা মেনে চলবেন।

দেশটির আরেক অ্যাথলেট ইয়োসেফিন টমিন এরিকসেনও এই নির্দেশনাকে কড়াকড়িভাবেই নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়