শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ হো‌সে‌নের লাহোর কালান্দার্সকে সহ‌জেই হারা‌লো পেশাওয়ার জাল‌মি

স্পোর্টস ডেস্ক ; পেশাওয়ার জাল‌মি এক‌পে‌শে খে‌লে‌ছে,   লাহোর কালান্দার্সকে পাত্তাই দিলো না তারা। রিশাদ হোসেন-শাহীন শাহ আফ্রিদির দলকে ৭ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। এ দিন বল হাতে ম্লান ছিলেন রিশাদ। দুই ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি তিনি। ব্যাট হাতে করেন ১৩ বলে ১৩ রান।--- ক্রিক‌ফ্রেঞ্জি

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে সাত রানের মধ্যে দুই এবং ৪০ রানের মধ্যে তিন উইকেট হারায় পেশাওয়ার। তবে পাওয়ার প্লে'তে তিন উইকেটে ৫২ রান তোলে দলটি। নবম ওভারে বোলিংয়ে ডাক পড়ে রিশাদের। নিজের প্রথম ওভারে সাত রান দেন এই লেগি।

ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভারে তাকে চার হাঁকান বাবর আজম। এই ওভারে আরো তিনটি সিঙ্গেলস দেন রিশাদ। সবমিলিয়ে দেন সাত রান। ১১তম ওভারে আবারো বোলিং করেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে দুই রান দেন তিনি, দ্বিতীয় বলে দেন এক রান। তৃতীয় বলে সিঙ্গেল নেন বাবর।

চতুর্থ বলটি ওয়াইড লেংথে গুগলি দিয়েছিলেন রিশাদ, সেটিকে কাট করে থার্ড ম্যান সীমানা দিয়ে চার মারেন হুসেইন তালাত। এরপরের দুটি বলে দুই রান ও সিঙ্গেল নেন তালাত। এই ওভারে ১১ রান দেন রিশাদ। দুই ওভারে ১৮ রান খরচ করার পর তাকে আর বোলিংয়ে আনেনি লাহোর।

ততক্ষণে অবশ্য জয়ের কাছাকাছি পৌঁছে যায় পেশাওয়ার। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে এই লক্ষ্য তাড়া করে দলটি। বাবর ৪২ বলে ৫৬ এবং তালাত ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। দুজনের জুটি ছিল ৯৩ রানের। রিশাদের দলে অধিনায়ক আফ্রিদি ২২ রান খরচায় দুই উইকেট নেন, একটি উইকেট নেন হারিস রউফ।

আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৯ রান করে লাহোর। নিয়মিত বিরতিতে উইকেট পতনের দিনে সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংসে এই সংগ্রহ গড়েছে লাহোর। এ ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। এই ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে লাহোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়