শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দ‌লের সাবেক প্রধান কোচ অ‌স্ট্রেলিয়ান জেসন গিলেস্পি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরোধ এখন তুঙ্গে,যা আন্তর্জা‌তিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি দরবার পর্যন্ত গড়িয়েছে। গিলেস্পি দাবি করেছেন,গত বছরের ডিসেম্বরে কোচের পদ থেকে পদত্যাগ করার পর পিসিবি তার পাওনা অর্থ পরিশোধ করেনি। তার অভিযোগ,বোর্ড একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে। গিলেস্পির মতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের জন্য যে বোনাসের প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল তা এখনো দেয়া হয়নি।

পাকপ্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে গিলেস্পি আরও বলেছেন পিসিবির আচরণে তিনি ‘পুরোপুরি হতবাক’। তিনি মনে করেন,তার সহকারী টিম নিলসেনের চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তও তার কোচিং ভূমিকা খর্ব করার একটি পরিকল্পনার অংশ ছিল। তিনি জানিয়েছেন চাকরি ছাড়ার দুই মাস আগেই তাকে নির্বাচক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পরে তার ভূমিকা শুধু ‘ম্যাচডে স্ট্র্যাটেজিস্ট’ হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়েছিল,যা তিনি চুক্তিতে কখনোই সম্মত হননি। গিলেস্পির দাবি,পিসিবির সঙ্গে তার লিখিত চুক্তিতে কিছু আর্থিক সুবিধার নিশ্চয়তা ছিল যা তাকে এখনো দেয়া হয়নি।

অন্যদিকে,পিসিবির পাল্টা অভিযোগ—গিলেস্পি চার মাসের নোটিশ পিরিয়ড না দিয়েই হঠাৎ করে পদত্যাগ করেছেন,যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। পিসিবি একটি বিবৃতিতে জানিয়েছে,‘তিনি নির্ধারিত নোটিশ পিরিয়ড পালন না করে চুক্তি লঙ্ঘন করেছেন,ফলে আমরা তার আর্থিক দাবি মানছি না।’ পিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে,তারা গিলেস্পির প্রতিনিধিদের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়ে যোগাযোগ করেছে এবং তার জবাবের অপেক্ষায় রয়েছে।

যদিও এখন পর্যন্ত পিসিবি গিলেস্পির কাছ থেকে কোনো ক্ষতিপূরণ দাবি করেনি,তবে এটি তারা বিবেচনায় রাখছে।
গিলেস্পি এই বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তুলেছেন। তবে এ ধরনের অর্থনৈতিক বিরোধে আইসিসির হস্তক্ষেপ করার এখতিয়ার আছে কিনা তা পরিষ্কার নয়। এই বিরোধ সামনে এসেছে এমন এক সময়ে যখন পিসিবি নতুন কোচ খুঁজছে। ডিসেম্বরে গিলেস্পির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকা আকিব জাভেদ কোচিং প্যানেল থেকে বাদ পড়েছেন ফলে দলের জন্য দ্রুত নতুন কোচ নিয়োগ এখন জরুরি হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়