শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেন্ডুলকা‌রের কন্যা সারার সা‌থে সম্পর্কের ইতি টানলেন ক্রিকেটার শুভমন গিল  

স্পোর্টস ডেস্ক: দুজ‌নের ম‌ধ্যে সম্পর্ক ছি‌লো বহুদিন ধরেই। সেই ২০২০ সালের আইপিএল থেকেই। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে টুকটাক লাইক, কমেন্ট, মাঝেমধ্যে একই জায়গা থেকে শেয়ার করা ছবি— সব মিলিয়ে শুভমন গিল ও সারা টেন্ডুলকারের সম্পর্ক নিয়ে জল্পনার আগুনে বারবার ঘি পড়েছে। যদিও দু’জনের কেউই কোনওদিন সরাসরি কিছু বলেননি।

তবে সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়ার পদক্ষেপ যেন সেই আগুনে নতুন করে ঝড় তুলেছে। হ্যাঁ, শুভমন ও সারা—দুজনেই এখন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।  ঢাকা‌পোস্ট

ক্রিকেটারের ইনস্টাগ্রামে ‘সারা’ লিখে সার্চ করলে, দেখা যাচ্ছে— শচীনকন্যা এখন আর তার ফলোয়িং লিস্টে নেই। একই অবস্থা সারার ইনস্টাতেও। 

আর এখান থেকেই তৈরি হয়েছে প্রশ্ন— তবে কি চুপিচুপি চলা সেই ‘বিশেষ’ সম্পর্ক থেকে নীরবেই বেরিয়ে গেলেন এই জুটি। যার পরিসমাপ্তি ঘটলো সোশ্যাল মিডিয়ায় একে অন্যেকে আনফলো করার মধ্য দিয়ে।

পেছনে ফিরলে দেখা যায়, শুভমনের দুই দিদি—শাহনীল গিল এবং সিমরন সিধুকেও ইনস্টাগ্রামে ফলো করতেন সারা টেন্ডুলকার। শুধু তাই নয়, গিলের খেলা মাঠে গড়ালেই গ্যালারিতেও হাজির থাকতেন তিনি। 

আরও মজার ব্যাপার হলো, এই 'সারা' নিয়ে কনফিউশন আগেও ছিল। শুভমনের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়েও গুঞ্জন তৈরি হয়েছিল একটা সময়। 

‘কফি উইথ করণ’-এর সিজন ৮-এ করণ জোহর যখন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সারা আলিকে, তিনি মজা করে বলেন, ‘ভুল সারার পেছনে ছুটছ বন্ধুরা। সারা কা সারা দুনিয়া গালাত সারাকে পিছে পড়া হ্যায়!’

তার মানে পরোক্ষভাবেই সারা আলি খান জানিয়ে দেন, তিনি নয় বরং সারা টেন্ডুলকারের সঙ্গেই সম্পর্ক ছিল শুভমন গিলের। যেটাই এখন অতীত হয়ে গেছে হয়তো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়