শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেন্ডুলকা‌রের কন্যা সারার সা‌থে সম্পর্কের ইতি টানলেন ক্রিকেটার শুভমন গিল  

স্পোর্টস ডেস্ক: দুজ‌নের ম‌ধ্যে সম্পর্ক ছি‌লো বহুদিন ধরেই। সেই ২০২০ সালের আইপিএল থেকেই। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে টুকটাক লাইক, কমেন্ট, মাঝেমধ্যে একই জায়গা থেকে শেয়ার করা ছবি— সব মিলিয়ে শুভমন গিল ও সারা টেন্ডুলকারের সম্পর্ক নিয়ে জল্পনার আগুনে বারবার ঘি পড়েছে। যদিও দু’জনের কেউই কোনওদিন সরাসরি কিছু বলেননি।

তবে সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়ার পদক্ষেপ যেন সেই আগুনে নতুন করে ঝড় তুলেছে। হ্যাঁ, শুভমন ও সারা—দুজনেই এখন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।  ঢাকা‌পোস্ট

ক্রিকেটারের ইনস্টাগ্রামে ‘সারা’ লিখে সার্চ করলে, দেখা যাচ্ছে— শচীনকন্যা এখন আর তার ফলোয়িং লিস্টে নেই। একই অবস্থা সারার ইনস্টাতেও। 

আর এখান থেকেই তৈরি হয়েছে প্রশ্ন— তবে কি চুপিচুপি চলা সেই ‘বিশেষ’ সম্পর্ক থেকে নীরবেই বেরিয়ে গেলেন এই জুটি। যার পরিসমাপ্তি ঘটলো সোশ্যাল মিডিয়ায় একে অন্যেকে আনফলো করার মধ্য দিয়ে।

পেছনে ফিরলে দেখা যায়, শুভমনের দুই দিদি—শাহনীল গিল এবং সিমরন সিধুকেও ইনস্টাগ্রামে ফলো করতেন সারা টেন্ডুলকার। শুধু তাই নয়, গিলের খেলা মাঠে গড়ালেই গ্যালারিতেও হাজির থাকতেন তিনি। 

আরও মজার ব্যাপার হলো, এই 'সারা' নিয়ে কনফিউশন আগেও ছিল। শুভমনের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়েও গুঞ্জন তৈরি হয়েছিল একটা সময়। 

‘কফি উইথ করণ’-এর সিজন ৮-এ করণ জোহর যখন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সারা আলিকে, তিনি মজা করে বলেন, ‘ভুল সারার পেছনে ছুটছ বন্ধুরা। সারা কা সারা দুনিয়া গালাত সারাকে পিছে পড়া হ্যায়!’

তার মানে পরোক্ষভাবেই সারা আলি খান জানিয়ে দেন, তিনি নয় বরং সারা টেন্ডুলকারের সঙ্গেই সম্পর্ক ছিল শুভমন গিলের। যেটাই এখন অতীত হয়ে গেছে হয়তো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়