শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০১ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা 

নিজস্ব প্রতি‌বেদক ; বাংলা‌দেশ ও  জিম্বাবু‌য়ের মধ‌্যকার দুই ম‌্যা‌চের টেস্ট সি‌রি‌জে প্রথম‌টি শুরু হ‌ে রোববার ২০ এ‌প্রিল, সি‌লেট আন্তর্জা‌তিক ক্রিকেট স্টে‌ডিয়া‌মে সকাল ১০টায় খেলা শুরু হ‌বে, দ্বিতীয় টেস্ট হ‌বে আগামী ২৮ এ‌প্রিল চট্টগ্রাম জহুর আহ‌মেদ চৌধুরী স্টে‌ডিয়া‌মে, দুই দলই সি‌রিজ জ‌য়ের ব‌্যাপা‌রে দৃঢ় প্রত‌্যয়ী, এ‌দি‌কে টাইগার‌দের  গতির ঝলক না‌হিদ রানাকে (২০ এপ্রিল) ‌‌নি‌য়ে প্রথম টেস্ট সামনে রেখে জিম্বাবুয়েরও আলাদা ভাবনা থাকার কথা।

তবে দলটির অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস জানিয়েছেন তারা রানাকে খেলতে সেরা প্রস্তুতিই নিয়েছে। কিন্তু প্রস্তুতি নেওয়া আর মাঠে সামলানো আলাদা ব্যাপার। অন্তত টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত সে বার্তাই দিয়ে রাখলেন।

শ‌নিবার (১৯ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'কালকে ম্যাচে নাহিদ যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাট করব—তাদের শরীরী ভাষা দেখলেই আপনি বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে বল করে এবং সে কতটা অসাধারণ।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে রানাকে কেবল প্রথম টেস্টেই পাবে বাংলাদেশ। তার কাছে দলের চাওয়া কী, জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক সোজা সাপ্টা উত্তরেই জানালেন গতি।

তিনি বলেন, 'আমি সব সময়, প্রথম দিন থেকে—আমি তাকে (নাহিদ) আগে থেকেই চিনি, যেহেতু ও আমাদের রাজশাহী বিভাগ থেকে খেলেছে। যখন একাডেমিতে প্র্যাকটিস করত তখন থেকেই চিনি।'

সব সময় ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে, যেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত এই মেসেজটা ক্লিয়ার। আমি আশা করব, আগামীকাল যদি ওর খেলার সুযোগ আসে, তাহলে ও যেন ১৪০-এর বেশি গতিতে বল করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়