শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:৫৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে

স্পোর্টস ডেস্ক ; সা‌ব্বির রহমান চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে ভা‌লে্ কর‌তে পানরছন না। সবশেষ বিপিএলে যেভাবে আলো ছড়িয়েছিলেন ঠিক সেভাবে ডিপিএলে নিজের ছাপ রাখতে পারেননি তারকা এ ব্যাটার। তাতে অবশ্য সাব্বিরের তারকাখ্যাতিতে কমতি পরেনি।

ডিপিএল শেষ করেই আগামী মে মাসে সপরিবারে ইংল্যান্ডে যাবেন সাব্বির। সেখানে তিনি প্রিমিয়ার ডিভিশন লিগ খেলবেন। এ প্রসঙ্গে  শুক্রবার ( ১৮ এ‌প্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাব্বির।

এ সময় তিনি জানান, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোন ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন যাবে আমার।

চলমান ডিপিএল নিয়ে সাব্বির বলেন, এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে (ভালো হতো), পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ (ভালোভাবে) শেষ হয়েছে গ্রুপপর্ব। আমাদের একটা ম্যাচ বাকি, এ ছাড়া সুপার লিগ চলতেছে। সবকিছু ভালোমতো শেষ হলেই ভালো লাগবে।’

ডিপিএল চলকালীন সাব্বিরের নামে উঠেছিল ফিক্সিংয়ের অভিযোগ। যদিও তার দল কিংবা ম্যানেজমেন্ট থেকে এমন অভিযোগ আসেনি। বিষয়টি নিয়ে বেশ ক্ষেপেছেন সাব্বির। এ ধরণের কাজ থেকে সংবাদ মাধ্যমকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডানহাতি এ ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়