শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:১০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্বাসরুদ্ধকর ম্যাচ টাই, সুপার ওভারে স্টার্কতো‌পে রাজস্থান‌কে হারা‌লো দিল্লি ক্যাপিটালস 

স্পোর্টস ডেস্ক: চলমান আই‌পিএ‌লের ৩২তম ম্যাচটি ছি‌লো নাটকীয়তায় ভরপুর। অ‌নেক চড়াই উৎরাই পে‌রি‌য়েও কো‌নো দল নির্ধা‌রিত ওভা‌রের ম‌ধ্যে জিত‌তে পা‌রে‌নি, ফ‌লে দিল্লি-রাজস্থানের ম্যাচটি টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। ১২ রানের লক্ষ্যে সহজেই জয়ের বন্দরে নোঙর করে দিল্লি। ম্যাচসেরার পুরস্কার ওঠে সুপার ওভারে দুর্দান্ত বোলিং করা দিল্লির অজি পেসার মিচেল স্টার্কের হাতে।

বুধবার (১৬ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব‍্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৮ রান করে দিল্লি। জবাবে ৪ উইকেটে ১৮৮ রানেই থামে রাজস্থান। ম্যাচের অন্যতম আলোচিত ইস্যু ছিল সন্দীপ শর্মার ১১ বলের ওভার।

আগে ব্যাট করতে নেমে দিল্লির কোনো ব‍্যাটসম‍্যান দেখা পায়নি অর্ধশতকের। সর্বোচ্চ ৪৯ রান আসে অভিষেক পোরেলের ব্যাটে। আক্সার প‍্যাটেল ও স্টাবস খেলেন ৩৪ রানের ঝড়ো দুটি ইনিংস। রাজস্থানের পক্ষে ২টি উইকেট তুলে নেন জোফরা আর্চার।

জবাবে, জোড়া অর্ধশতক আসে জয়সওয়াল ও নিতিশ রানার ব্যাটে। দুজনই খেলেন ৫১ রানের ইনিংস। সঞ্জু স্যামসন-জুরেল-হেটমায়ার মিলেও নিশ্চিত করতে পারেননি জয়।

সুপার ওভারে স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ১১ রানের পুঁজি পায় রাজস্থান। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।

উল্লেখ্য, ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সাতে রাজস্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়