শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপ বাংলা‌দে‌শের রিশাদের মাথায়

স্পোর্টস ডেস্ক ; লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেট নিয়ে এই আসরের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপ মাথায় তুলেছেন রিশাদ হোসেন। বাংলাদেশের তরুণ এই লেগ-স্পিনারের ঘূর্ণি জাদুতে বড় জয় পেয়েছে তার দলও। -- অলআউট স্পোর্টস

মঙ্গলবার করাচিতে স্বাগতিক করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। ৬৫ রানের জয় পায় লাহোর।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচসেরা ফখর জামানের ৭৬ রানের সুবাদে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ পায় লাহোর। ১৯ ওভার ১ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় করাচির ইনিংস।

দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে যৌথভাবে এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ। তবে গড়ের দিক দিয়ে এগিয়ে থাকায় আরেক লেগ-স্পিনার পাকিস্তানের আবরার আহমেদকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপের মালিকানা এখন রিশাদের কাছে।

এদিন ম্যাচের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। এসেই জোড়া আঘাত হানেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম বলে তুলে নেন শান মাসুদের উইকেট। যদিওবা প্রথমে লাহোরের করা কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে সিদ্ধান্ত দলের পক্ষে যায়। পঞ্চম বলে রিশাদ তুলে নেন ইরফান খানের উইকেট। লং অফে ক্যাচ নেন ড্যারিল মিচেল।

পরের ওভারে আব্বাস আফ্রিদিকে তুলে নিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন রিশাদ। দুর্দান্তু বোলিংয়ে প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দেন তিনি। নিজের পরের দুই ওভারে দেন ২২ রান।

রিশাদ ছাড়াও এদিন দলের হয়ে ৩টি উইকেট নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ২টি উইকেট নেন সিকান্দার রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়