শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জিত‌লো অ্যাস্টন ভিলা, সেমিফাইনালে গে‌লে্া পিএসজি

স্পোর্টস ডেস্ক ; ‌খেল‌লো আগা‌গোড়া অ‌্যাস্টন ভিলা আর হে‌রেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠলো প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।  অ্যাস্টন ভিলার কাছে দ্বিতীয় লেগের ম্যাচে হেরে গেলেও দুই লেগের শেষে অগ্রিগেটের বিচারে পরের রাউন্ডে গেল পিএসজি।

প্রথম লেগে পরাজিত অ্যাস্টন ভিলা ঘরের মাঠে প্রথম আধা ঘণ্টায় হজম করল আরও দুই গোল। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়াল চার গোলের। তবে, দ্বিতীয় লেগে দুর্দান্তভাবে কামব্যাক করে অ্যাস্টন ভিলা।

প্রথম লেগের ম্যাচে ১-৩ গোলে পিএসজি জেতায় এই ম্যাচে ভিলাকেও কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো সমতা ফেরানোর জন্য। আর সরাসরি পরের রাউন্ডে যেতে ৩ গোলে জিততে হতো ইংল্যান্ডের দলকে। তবে কঠিন ম্যাচে স্রেফ সম্মানরক্ষার জয়ই পেলো উনাই এমেরির দল। 

ভিলা পার্কে মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে ৩-২ গোলে জিতেও হতাশা সঙ্গী হলো স্বাগতিকদের। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে টুর্নামেন্টে টিকে রইল পিএসজি, প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল তারা।

১১ মিনিটে আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। আওয়ে ম্যাচে এই গোল গুলোই পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচের ২৭ মিনিটে, ২৭তম মিনিটে আরও কোণঠাসা হয়ে পড়ে ভিলা। উসমান দেম্বেলের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-১ করেন মেন্দেস।

পিএসজির দুর্ভাগ্যে ম্যাচের ঝিমিয়ে পড়া উত্তেজনা কিছুটা ফেরে ৩৪তম মিনিটে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শট নেন ইউরি টিয়েলেমান্স, বল উইলিয়ান পাচোর গায়ে লেগে পুরোপুরি দিক পাল্টে জালে জড়ায়, কিছুই করার ছিল না গোলরক্ষক দোন্নারুম্মার।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ম্যাচের স্কোরলাইন ২-২ করেন ম্যাকগিন।  ম্যাচের স্কোরলাইন হয় ২-২, দুই লেগ মিলিয়ে ৫-৩।

এর দুই মিনিট পরই ম্যাচে তৃতীয় গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা। মার্কাস রাশফোর্ডের কাট ব্যাক থেকে বল পেয়ে গোল করেন এজরি কনস্টা। ব্যবধান মাত্র ১ গোলের মধ্যে নামিয়ে এনে আরও উজ্জীবিত হয়ে ওঠে অ্যাস্টন ভিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়