শিরোনাম
◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, তিন‌টি বড় ধরণের অনিয়মের চিত্র উ‌ঠে এ‌লো

নিজস্ব প্রতি‌বেদক; বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে ( বিসিবি) হঠাৎ হাজির দুদকের তিন কর্মকর্তা। ডিপিএলের খেলা না থাকা ও জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজের কারণে সিলেটে থাকায় নীরব বিসিবিতে হঠাৎ যেন প্রাণ ফিরে এলো। সংবাদকর্মীদের মাঝে বেড়ে গেল ব্যস্ততা। সবারই মাঝে কৌতুহল! হঠাৎ কী কারণে বিসিবিতে দুদকের আগমন।

তবে তাদের কৌতূহল নিয়ে বেশিক্ষণ থাকতে হয়নি। একটু পরেই বিসিবিতে অভিযান পরিচালনা করার কারণ জানিয়েছেন দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি দমন কমিশনের মূল কার্যালয় থেকে এসেছি একটি অভিযোগের ভিত্তিতে। অভিযোগটির মুল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন বাছাই প্রক্রিয়ায় অবৈধ অর্থ অর্জনসহ নানাবিধ দুর্নীতি এবং নানাবিধ অভিযোগের ভিত্তিতে মুলত আজকের এনফোর্সমেন্ট অভিযানটি।

মাহমুদুল হাসান আরও বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ব্যাপারে। ২০২৩ সাল সহ বিগত বছরগুলোতে কিভাবে টিম নির্ধারণ হয়েছে সেটা দেখতে আমরা এসেছি। আগে আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন দুই অথবা তিনটা টিম এখানে আবেদন করতো, তা থেকে তারা বাছাই করতো দুইটা অথবা একটা টিম। কিন্তু এ বছর দেখা গেছে যে, ফি যখন এক লক্ষ টাকা করে দিল তখন ৬০টা টিম আবেদন করেছে। এটা হয়তোবা কিছু কারণ আছে। ব্যক্তিগত কোনো প্রভাব কিংবা বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা। বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেটা পাড়া-মহল্লার ক্লাবগুলো পক্ষে ফিলাপ করা সম্ভব ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই-বাছাই করে দেখব।

সবশেষ বিপিএলে রেকর্ড পরিমান অর্থের টিকিট বিক্রি করেছে বিসিবি। যা ছাড়িয়ে গেছে গত আট আসরের আয়কেও। এই বিষয়ে দুদকের মাহমুদুল হাসান বলেন, ‘আরও একটা ব্যাপার ছিল যে টিকিট বিক্রির বিষয়টি। বিপিএলের তৃতীয় আসর থেকে দশম আসার পর্যন্ত জানেন যে.... বিসিবির অন্যান্য এর থেকে টিকিট সেলিং এর একটা ইনকাম আছে। সেখানে দেখা গেছে যে গত ৮ আসরে ১৫ কোটি টাকা আয় দেখানো হয়েছে। এবার যখন বিসিবি নিজেরা টিকিট বিক্রি করল এবার এগারোতম আসরে তখন দেখা গেল যে আয় ১৩ কোটি টাকা প্রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়