শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের ‌ক্রিকেট দল আস‌ছে বাংলা‌দে‌শে, খেল‌বে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক ; ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের সবকটি ম্যাচ হবে ঢাকা ও চট্টগ্রামে। তবে সিলেটে হচ্ছে না বাংলাদেশ-ভারতের মধ্যকার সাদা বলের সিরিজের কোনো ম্যাচ। -- ডেই‌লি ক্রিকেট --

আগামী ১৭ আগস্ট প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার চারদিন আগে অর্থাৎ ১৩ আগস্ট ঢাকা আসবে রোহিত শর্মার দল। ২০ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলায়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে, ২৩ আগস্ট।

ওয়ানডে সিরিজ শেষের তিনদিন পর প্রথম টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটিও হবে চট্টগ্রামে। এরপর ঢাকায় ফিরবে দুই দল। আগামী ২৯ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর সিরিজের শেষ ম্যাচটি হবে ৩১ আগস্ট। পরের দিন বাংলাদেশ ত্যাগ করবে ভারত দল।

প্রথমবারের মতো ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটের সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিসিবি। 

বাংলাদেশ-ভারতের মধ্যকার ওয়ানডে সূচি:

প্রথম ওয়ানডে: ১৭ আগস্ট, ঢাকা

দ্বিতীয় ওয়ানডে: ২০ আগস্ট, ঢাকা

তৃতীয় ওয়ানডে: ২৩ আগস্ট, চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ২৬ আগস্ট, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ আগস্ট, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ আগস্ট, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়