শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল এর  ছক্কা, বাউন্ডা‌রি ও উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি ঘোষণা মুলতান সুলতান‌সের

স্পোর্টস ডেস্ক ; গত শুক্রবার থে‌কে শুরু হ‌য়ে‌ছে পাকিস্তান সুপার লিগের দশম আসর। এই প্রতি‌যো‌গিতায় চার-ছক্কার ধুন্ধুমার অ্যাকশনে দর্শকরা বিমোহিত হবে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে, এটি খুবই স্বাভাবিক। তবে ব্যাটারের বাউন্ডারি কিংবা বোলারের উইকেট প্রাপ্তির আনন্দের রেশ যদি খেলার মাঠেই সীমাবদ্ধ না থেকে এটি মানবতার সেবায় স্পিন করানো যায়— তাহলে কেমন হয়? ঠিক এমনটাই করেছে পিএসএলের দল মুলতান সুলতানস।

শনিবার (১২ এপ্রিল) ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচির বিপক্ষে মাঠে নামে মুলতান। ম্যাচের টস করতে নেমে দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রতি বাউন্ডারি ও উইকেটে নির্দিষ্ট অনুদান দেয়ার কথা জানান।

রিজওয়ান বলেন, আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।

অবশ্য ম্যাচে হারলেও দুর্দান্ত কিছু বাউন্ডারি ও বোলারদের উইকেটের সুবাদে ১৫ লাখ পাকিস্তানি রুপি ইতোমধ্যেই জমা হয়েছে সেই তহবিলে। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। ২০০ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।

এর আগে, ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেয়া হবে।

তিনি আরও বলেন, বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেয়া হবে।

উল্লেখ্য, আগামী বুধবার (১৬ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের মোকাবিলা করবে মুলতান সুলতানস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়