শিরোনাম
◈ ‘বিএনপিকে আটকাতে সংস্কারের নামে নতুন প্রস্তাব সামনে আনা হচ্ছে’ ◈ মধুপুর গড়ে হারিয়ে যাওয়া ময়ূর ফিরে আসছে: শালবন পুনরুদ্ধারে নতুন আশার আলো ◈ কুমিল্লায় জুতা ব্যবসায়ী টিপু হত্যা: দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড ◈ নোয়াখালীতে টাকা ফেরত চাইতে গিয়ে নারী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ ◈ “পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করতে নয়” — টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ◈ নারী এশিয়া কাপে চীন ও দ‌ক্ষিণ কো‌রিয়া গ্রুপে বাংলাদেশ ◈ ‘মুক্তির উৎসব’ করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি ◈ হ‌লো না ফাইনা‌লে খেলা, কল‌ম্বিয়ার কা‌ছে হে‌রে আর্জেন্টিনার বিদায় ◈ ওয়েস্ট ইন্ডিজকে টানা আটটি ম্যাচে হারালো অ‌স্ট্রেলিয়া ◈ জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অভিষেকের ব‌্যা‌টিং তাণ্ড‌বে হায়দরাবাদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক ; ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেন। এমন বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়েও আইপিএলের চলতি আসরে একের পর এক ম্যাচ হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নিলামের পর যে দলটাকে নিয়ে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আইপিএলে ৩০০ করবে। সেই দলটাই কিনা ব্যাটিং নিয়ে ধুঁকছে।

অবশেষে পাঞ্জাব কিংসের বিপক্ষে চিরচেনা রূপে ফিরেছে হায়দরাবাদ। -- ক্রিক‌ফ্রেঞ্জি 

হায়দরাবাদ বললে ভুল হবে এই ম্যাচে পাঞ্জাব কিংসকে প্রায় একাই হারিয়ে দিয়েছেন অভিষেক শর্মা। এই ওপেনার ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১০টি ছক্কার সঙ্গে তিনি মেরেছেন ১৪টি চারও।

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা হায়দরাবাদকে ১৭১ রানের ওপেনিং জুটি এনে দিয়েছেন অভিষেক ও ট্রাভিস হেড। হেড নিজেও দ্রুত গতিতে ব্যাট চালিয়েছেন শুরু থেকে। তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৬৬ রান। এরপর ক্লাসেন ১৪ বলে ২১ ও ইশান কিশান ৬ বলে ৯ রান করে অপরাজিত থেকে হায়দরবাদের ৮ উইকেটের জয় নিশ্চিত করেছেন ৯ বল হাতে রেখেই।

হায়দরাবাদের এই রান তাড়া টি-টোয়েন্টির হিসেবে চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৪ আইপিএলে পাঞ্জাবের দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরের রেকর্ডটর ওয়েস্ট ইন্ডিজের দখলে ২০২৩ সালে সাউথ আফ্রিকার দেয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে প্রোটিয়ারা।

আর ২০২৩ সালে সারের বিপক্ষে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে মিডলসেক্স। এই রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে আইপিএলের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে হায়দরাবাদ।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৮৬ রানের ইনিংসে ও মার্কুস স্টইনিসের ১১ বলে ৩৪ রানের ক্যামিওতে ভর করে প্রায় আড়াইশর পুঁজি পায় পাঞ্জাব। হায়দরাবাদের হয়ে ৪টি উইকেট নেন হার্শাল প্যাটেল। দুটি উইকেট নেন জিসান আনসারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়