শিরোনাম
◈ ‘বিএনপিকে আটকাতে সংস্কারের নামে নতুন প্রস্তাব সামনে আনা হচ্ছে’ ◈ মধুপুর গড়ে হারিয়ে যাওয়া ময়ূর ফিরে আসছে: শালবন পুনরুদ্ধারে নতুন আশার আলো ◈ কুমিল্লায় জুতা ব্যবসায়ী টিপু হত্যা: দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড ◈ নোয়াখালীতে টাকা ফেরত চাইতে গিয়ে নারী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ ◈ “পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করতে নয়” — টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ◈ নারী এশিয়া কাপে চীন ও দ‌ক্ষিণ কো‌রিয়া গ্রুপে বাংলাদেশ ◈ ‘মুক্তির উৎসব’ করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি ◈ হ‌লো না ফাইনা‌লে খেলা, কল‌ম্বিয়ার কা‌ছে হে‌রে আর্জেন্টিনার বিদায় ◈ ওয়েস্ট ইন্ডিজকে টানা আটটি ম্যাচে হারালো অ‌স্ট্রেলিয়া ◈ জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আম্পায়ারের সঙ্গ তর্কে জড়িয়ে ‌মোহা‌মেডা‌নের অ‌ধিনায়ক হৃদয় এক ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক ; ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া একই ঘটনায় আর্থিক জরিমানা করা হয়েছে ইবাদত হোসেনকে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর ব্যাটিংয়ের সময় এই ঘটনা ঘটে। ইবাদতের করা ইনিংসের অষ্টম ওভারের প্রথম বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন। বল প্যাডে লাগলে জোরাল আবেদন করে মোহামেডান। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার তানভির আহমেদ। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সেখানে প্রতিক্রিয়া দেখিয়ে হাতের সোয়েট ব্যান্ড খুলে মাটিতে ছুড়ে মারেন ইবাদত। -- অলআউট স্পোর্টস

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান লেগ আম্পায়ারে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে মোহামেডানের খেলোয়াড়েরা তর্কে জড়ান আইসিসি এলিট প্যানেলভুক্ত এই আম্পায়ারের সঙ্গেও। একপর্যায়ে টিভি সম্প্রচারে শরফুদ্দৌলাকে বলতে শোনা যায়, “তর্ক করতে চাইলে মাঠের বাইরে করবা। এখানে নয়।”

এসময় আঙুল উঁচিয়ে শরফুদ্দৌলাকে কিছু একটা বলতে দেখা যায় মোহামেডান অধিনায়ক হৃদয়কে। এগিয়ে এসে তাকে সরিয়ে নেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ। আম্পায়ারকে জড়িয়ে ধরে সরিয়ে নেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ক্রিজে থাকা আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জাতীয় দলের সতীর্থ হৃদয়কে শান্ত করার চেষ্টা করেন।

এই ঘটনায় ম্যাচ শেষে হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও ইবাদতকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ম্যাচ রেফারি। ফলে সুপার লিগের প্রথম ম্যাচে হৃদয়কে ছাড়াই নামতে হবে মোহামেডানকে। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তামিম ইকবাল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর হৃদয়েরে নেতৃত্বে খেলে আসছিল তারা। ফলে নতুন অধিনায়কের নেতৃত্বে সুপার লিগের যাত্রা শুরু করতে হবে ঐতিহ্যবাহী ক্লাবটিকে।

ম্যাচ শেষে সেই ঘটনা নিয়ে ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে এক প্রকার প্রচ্ছন্ন হুমকি দিয়ে হৃদয় বলেন,  “ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।… যেটা ঘটেছে, সবকিছু ব্যাখ্যা করতে পারব না। কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়।

তারাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তাঁরা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব। কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন, এটা ভুল নয়, তাহলে হবে না।

তিন আন্তর্জাতিক আম্পায়ার, তাঁকে আমরা সম্মান করি। আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এমন ম্যাচে দুই-একটা সিদ্ধান্ত অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়